নিউজশর্ট ডেস্কঃ যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই দিন থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়। দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের নতুন নিয়মকানুন কার্যকর হয় এই দিন থেকে। আর এবার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে লোন গ্রহণের ক্ষেত্রে ১ এপ্রিল থেকে নতুন ব্যবস্থাপনা চালু করার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।
RBI-এর তরফ থেকে নতুন নির্দেশ অনুসারে লোনগ্রহণকারী ব্যক্তিদের আর্থিক বোঝা অনেক কম হতে চলেছে। বহু মানুষকে হঠাৎ করে টাকার প্রয়োজন হলে ব্যাঙ্ক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে হয় এবং লোনের উপর ভিত্তি করেই প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় ইএমআই শোধ করতে হয়। এই EMI দিতে দেরি হলে গ্রাহকের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়।
তবে এবার থেকে নতুন নিয়ম অনুসারে গ্রাহকের যদি EMI দিতে দেরি হয় তাহলেও তারা বাড়তি সুদের চাপ থেকে মুক্তি পাবেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে ইএমআই না দিলে ঋণ গ্রহণকারী ব্যক্তির ওপর জরিমানা ধার্য করা হয়। তবে সুদের ওপর বাড়তি কোন সুদ ধার্য করা হবে না। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নতুন নিয়ম জানিয়ে দিয়েছে আরবিআই। অর্থাৎ কোন গ্রাহকের যদি ইএমআই দিতে দেরি হয় তাহলে তার কিস্তির টাকার উপর অতিরিক্ত সুদের হার চার্জ করা হবে না। আর নতুন নিয়মের ফলে গ্রাহকের উপর থেকে অনেকটাই আর্থিক বোঝা কমে যাবে।
আরও পড়ুন: RBI: একজনের নামে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়? RBI-র এই নিয়ম না জানলে পড়বেন মুশকিলে
তবে শুধুমাত্র জরিমানার অংকটি গ্রাহকের কাছ থেকে কেটে দেওয়া হবে। গ্রাহকের উপর যেকোনো আর্থিক সংস্থার তরফ থেকে যে অতিরিক্ত সুদের হার ধার্য করা হয় তাকে বলা হয় পেনাল চার্জেস।
এই পেনাল চার্জেসের কি নিয়ম আছে?
আরবিআই-এর তরফ থেকে পেনাল চার্জেসের ক্ষেত্রে কোন রকমের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে এই কথা নির্দিষ্ট করে বলা হয়েছে যে নিজেদের মুনাফা অর্জনের জন্য কোন আর্থিক প্রতিষ্ঠান আর গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে পেনাল চার্জেস দাবী করতে পারবে না। তবে এই পেনাল চার্জেসের যাতে একটি নির্দিষ্ট সীমা থাকে সেই বিষয়টিও সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মানার নির্দেশ দিয়েছে আরবিআই।