নিউজ শর্ট ডেস্ক: ভারতের বাজারে টু হুইলার মোটর সাইকেলের চাহিদা বরাবরই তুঙ্গে। বিশেষ করে এই দুই চাকার গাড়ির জগতে ব্যাপক চাহিদা রয়েছে হণ্ডা অ্যাক্টিভা-র (Honda Activa)। আর এবার সেই জায়গাই ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে হিরো কিংবা টিভিএস এর মত নামিদামি বাইক প্রস্তুতকারীর সংস্থাগুলিও। যদিও সকলের নজর ঘোরাতেই এবার প্লেজার প্লাস এক্সটেক স্পোর্টস (Pleasure Plus Xtec Sports) লঞ্চ করেছে হিরো।
অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই স্কুটারটি (Scooter) ইতিমধ্যেই বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে লঞ্চ-ও করেছে এই সংস্থা। সাধারণ মানুষদের কথা ভেবেই এই স্কুটারের দাম-ও রাখা হয়েছে একেবারে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। হিরোর এই স্কুটারটি একেবারে আলাদাভাবে তৈরি করা হয়েছে। এর চোখ চোখ ধাঁধানোর লুক দেখলে প্রথম দেখতেই প্রেমে পড়ে যাবেন যে কেউ।
একেবারে নতুনত্ব ছোঁয়ায় ঢেলে সাজানো হয়েছে এই স্কুটারটিকে। নতুন রঙ ছাড়াও রয়েছে গ্রাফিক্স। সব মিলিয়ে এই স্কুটারটিতে একটি দুর্দান্ত একটি স্পোর্টিং লুক এসেছে। বিশেষ করে হিরোর এই স্কুটারের জবরদস্ত লুক নতুন প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। স্কুটারটি নীল, কমলা রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নীল এর প্রধান রঙ হলেও অরেঞ্জ রঙের গ্রাফিক্স থাকবে। এছাড়া সাইড প্যানেল, ফ্রন্ট সহ বিভিন্ন জায়গায় ‘Pleasure 18’ লেখা থাকবে।
সবার কথা ভেবেই হিরোর এই নতুন স্কুটার তৈরি করা হয়েছে। এই স্কুটারটি ১,৭৬৯ mm লম্বা, ৭০৪ mm চওড়া এবং ১,১৬১ mm উঁচু। এতে ১৫৫ mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সসহ ১,২৩৮ mm এর হুইল বেস দেওয়া হয়েছে। এই স্কুটারটির ওজন মাত্র ১০৬ কিলোগ্রাম।
আরও পড়ুন: জলে ডোবালেও কিচ্ছু হবে না! Motorola-র এই ফোনের ক্যামেরায় রয়েছে AI ফিচার
স্কুটারের ইঞ্জিন
হিরোর এই স্কুটারে ১১০.৯ cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। কাজেই বোঝাই যাচ্ছে এই স্কুটারটির ইঞ্জিনে কোনও বদল আনা হয়নি। শুধু তাই নয়, ইঞ্জিনে CVT ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে। সেইসাথে রয়েছে ৪.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। বাড়তি মাইলেজের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড Xtec প্রযুক্তি। এছাড়াও হিরোর এই স্কুটারে রয়েছে ১০ ইঞ্চির চাকা, টেলিস্কোপিক ফর্ক, মনোশক, দুই পাশে ড্রাম ব্রেক এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি।
এখানেই শেষ নয় হিরোর এই স্কুটারে আরও একাধিক উন্নতমানের আধুনিক ফিচার। যার মধ্যে অন্যতম সেমি ডিজিটাল কনসল। সেইসাথে রয়েছে LCD স্ক্রিনের উপর SMS অ্যালার্ট পাওয়ার বিশেষ টেকনোলজি। পাশাপাশি কল রিসিভ করার জন্য আছে ব্লুটুথ কনসোল কানেকটিভিটি। এছাড়াও ইউনিক প্রজেক্টার LED হেডল্যাম্পের মতো ফিচারও দেওয়া হয়েছে।
এবার আসা যাক এই স্কুটারটির দামে। সেদিক দিয়েও হিরোর Pleasure Plus Xtec Sports Scooter টি Honda Activa কে টেক্কা দেবে। জানা যাচ্ছে হিরোর এই নতুন বাইকের এক্স শোরুম দাম ৭৯,৭৩৮ টাকা।