নিউজশর্ট ডেস্কঃ আমাদের দেশে অনেক রকমের বীমা রয়েছে। তার মধ্যে থেকে স্বাস্থ্য বীমা কিংবা হেলথ ইন্সুরেন্সের জনপ্রিয়তা বেশি থাকে। কারণ স্বাস্থ্য বীমা(Health Insurance) করা থাকলে যেকোনো ধরনের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়। আর এবার স্বাস্থ্য বীমা করা থাকলে আসতে চলেছে নতুন একটি সুবিধা।
এবার থেকে যেকোনো হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করার সুবিধা মিলবে। এমনই নিয়ম আনতে চলেছে জেনারেল ইন্সুরেন্স কাউন্সিল।
কি বাড়তি সুবিধা মিলবে?
সূত্র মারফত জানা গিয়েছে যে জেনারেল ইন্সুরেন্স কাউন্সিল ‘ক্যাশলেস এভরিওয়ার’ পরিষেবা চালু করতে চলেছে। এর ফলে আপনি যেকোনো হাসপাতাল থেকে ক্যাশলেস চিকিৎসা করতে পারবেন। যদি আপনার স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থার খাতাতে ওই হাসপাতালের নাম নথিভুক্ত না থাকে। তাহলেও আপনি ওই হাসপাতাল থেকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই সুবিধা নিতে গেলে কি করতে হবে?
এই সুবিধা গ্রহণ করতে হলে গ্রাহককে তিনটি বিষয়ে মনে রাখতে হবে। পূর্ব নির্ধারিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে ৪৮ ঘন্টা আগে এবং জরুরী অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি হলে ৪৮ ঘণ্টার মধ্যে বিমা সংস্থাকে এই বিষয়ে জানিয়ে রাখতে হবে। বিমা প্রদানকারী সংস্থার গাইডলাইন দেখে সমস্ত দাবি জানাতে হবে।