নিউজ শর্ট ডেস্ক: টাকা তোলার সুবিধার জন্য এখনকার দিনে অধিকাংশ মানুষই এটিএম কার্ড (ATM Card) ব্যবহার করে থাকেন। কিন্তু এই এটিএম কার্ড সম্পর্কিত এমন অনেক বিষয় রয়েছে যা সম্পর্কে হয়তো খোঁজখবর রাখেন না অনেকেই। জানলে অবাক হবেন এই এটিএম কার্ড ব্যবহার করেই একজন গ্রাহক ৫ লক্ষ (5 Lakh) টাকার সুবিধা পেতে পারেন।
কেউ যদি প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং RuPay বা মাস্টার কার্ড ব্যবহারকারী হন তাহলে তিনি বিনামূল্যেই পাবেন এই ৫ লক্ষ টাকার বীমা (Insurance)। তবে যদি কোন দুর্ঘটনায় কোনো গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার বিমার সেই টাকা পাবেন তার নমিনি।
কোন ATM কার্ডে কতো কভারেজ পাওয়া যায়?
যে কোনো ATM কার্ড ব্যবহার করলেই বিনামূল্যে এই বীমা পরিষেবা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ৪৫ দিনের জন্য হলেও কেউ যদি ব্যাংকের ATM কার্ড ব্যাবহার করে থাকেন, তাহলে এই পরিষেবা পাওয়া যায়। তবে এখানে বলে রাখি কার্ডের ধারণ অনুযায়ী বীমার কভারেজ আলাদাহয়ে থাকে। জানা যাচ্ছে ATM কার্ড ব্যবহার করে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা কভারেজ পাওয়া যেতে পারে।
কেউ যদি কোনো ব্যাংকের ক্লাসিক কার্ড ব্যাবহার করেন তাহলে ১ লক্ষ টাকা আর প্লাটিনাম কার্ড ব্যাবহার করলে ২ লক্ষ টাকার বীমা কভারেজ পাওয়া যাবে। তবে সাধারণ মাস্টার কার্ডে ১ লক্ষ টাকা এবং প্লাটিনাম মাস্টার কার্ড ও ভিসা থাকলে ৫ লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়া ভিসা কার্ড ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী জন-ধন যোজনায় নথিভুক্ত ব্যাক্তিরা RuPay কার্ড ব্যবহার করে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার বীমা কভারেজ পান।
কোনো দুর্ঘটনায় যদি বিমাকারীর একটি হাত বা একটি পা অক্ষম হয়ে যায়, তাহলে তিনি ৫০ হাজার টাকার কভারেজ পাবেন। কিন্তু যদি দুটি হাত বা দুটি পা-ই অক্ষম হয়ে যায়, তাহলে তিনি ১ লক্ষ টাকা কভারেজ পাবেন। আর যদি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয় তাহলে তার নমিনি ১ থেকে ৫ লক্ষ টাকা পাবেন।
নমিনিকে এটিএম বীমা দাবি করার জন্য ব্যাংকে যেতে হবে। এর জন্য FIR এর কপি, হাসপাতালের শংসদপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র জমা করতে হবে। এছাড়া মৃত্যুর কাভারেজ এর জন্য নামিনকে ব্যাঙ্কে কার্ড ধারকের মৃত্যুর প্রমাণপত্র, FIR এর কপি, মৃত ব্যক্তির শংসাপত্রের মূল কপি ইত্যাদি জমা দিতে হবে।