Smartphone

Smartphone: পুরনো মোবাইলই হয়ে যাবে নতুন! এই সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও

নিউজ শর্ট ডেস্ক: আজকালকার দিনে  মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত চলে না কারও। রোজকার জীবনের অনেক জরুরি কাজই এই মোবাইলের ওপর নির্ভরশীল। তাই কাজের সময় হঠাৎ করেই যদি মোবাইল স্লো হয়ে যায় তাহলে সত্যিই তা খুবই বিরক্তিকর।

আসলে অনেকদিন ধরে একই মোবাইল  ব্যবহার করার কারণেই  অনেক সময় মোবাইল খুব স্লো (Slow) হয়ে যায়। যার ফলে  কোনো কাজই ঠিক মতো করা যায় না। আসলে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সাথে সাথেই মোবাইল স্লো হতে শুরু করে।

কিন্তু সঠিক তথ্য জানা থাকলে স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীরা খুব সজজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর স্লো হয়ে যাওয়া পুরনো মোবাইলও কাজ করতে শুরু করবে একেবারে নতুনের মতো। এই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রথমেই যেতে হবে মোবাইলের সেটিংসে।

এখানে কথা হচ্ছে মোবাইল রিসেট করার অপশনের বিষয়ে। প্রসঙ্গত এই সমস্ত অ্যান্ড্রয়েড ফোন (Android Mobile) রিসেট (Reset) করলে অনেক সুবিধা পাওয়া যায়। এরফলে মোবাইলটি আবার ফ্রেশ ভাবে স্টার্ট করা যাবে। আর অপ্রয়োজনীয় একাধিক অ্যাপস থেকে মুক্তি মিলবে।

আরও পড়ুন: ভুল করে ফাঁদে পা দিলেই হতে হবে দেউলিয়া! আগে থেকেই সতর্ক করলো RBI

এমনকি যদি কোনো ম্যালওয়ার ভাইরাস-ও থেকে থাকে তাহলে তার থেকেও পুরোপুরি মুক্তি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ফোন রিসেট করতে চাইলে সেটিংসে গিয়ে সেখান থেকেই ফ্যাক্টরি অফ রিসেট অপশনে যেতে হবে।

Avatar

anita

X