Tourist Spot

Tourist Spot: সৌন্দর্যে হার মানাবে বিদেশকে, বাংলার এই গ্রামে গেলে দেখতে পারবেন বিরল প্রজাতির নানা প্রাণীকে

নিউজশর্ট ডেস্কঃ উত্তরবঙ্গের পাহাড় বলতে শুধুমাত্র দার্জিলিং(Darjeeling) কিংবা কালিম্পং(Kalimpong) নয়। এছাড়া এমন অনেক পাহাড়ের লোকেশন(Tourist Spot) রয়েছে যেখানে সৌন্দর্য খুব সহজে মন জিতে নেবে আপনার। আর এর জন্য খুব বেশি দূরে যেতে হবে না আপনাকে। কার্শিয়াং-এর কাছে এমন একটি ছোট্ট পাহাড়ি গ্রাম রয়েছে। যার নাম নামথিং পোখরী(Namthing Pokhri)। এই পোখরি হলো আসলে একটি হ্রদ।

এর চারপাশে রয়েছে প্রচুর পাইন গাছ। আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই হ্রদ। এই হ্রদের জল এতটাই স্বচ্ছ যে এখানে নিচে কি আছে তা স্পষ্ট দেখা যায়। মূলত রিয়াং নদীর ধারে গড়ে উঠেছে এই গ্রাম। এই জায়গাটিকে নিয়ে বাসিন্দাদের মনে নানা রকমের মন্তব্য রয়েছে। অনেকেই এই জায়গাটিকে রহস্যময় বলে দাবি করেন।

এই জায়গা সম্পর্কে অনেকেই বলে থাকেন একসময় এই হ্রদের দেখাশোনা করত দুটো সাদা রাজহাঁস। এই হ্রদের জলে একটি পাতাও পড়তে দিত না তারা। তাই এই হ্রদের জল এতটা স্বচ্ছ। তবে হঠাৎ একদিন এক শিকারি একটি রাজহাঁসকে মেরে দেয়। এরপর আর দ্বিতীয় রাজহাঁসটিকে দেখা যায়নি। এরপর থেকে এই গ্রামে ধস নামতেই থাকে। স্থানীয় মানুষের বিশ্বাস ওই রাজহাঁসের অভিশাপের কারণে এই ঘটনা ঘটছে।

আরও পড়ুন: Travel: মাত্র ২৫ টাকায় থাকতে পারবেন মনোরম এই রিসোর্টে! পুরুলিয়ার এই জায়গাতে না গেলে পস্তাবেন

এছাড়া এখানে বিরল প্রজাতির স্যালামেন্ডার রয়েছে। এটি ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখানে এখনো প্রায় ৩২ টি হিমালয়ান স্যালামেন্ডার আছে বলে জানা গিয়েছে। এগুলো একেবারেই ছোট্ট গিরগিটির মতো দেখতে। বহু ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ এই প্রাণীটিকে এখানে দেখার জন্য আসেন।

তবে মনে রাখবেন এই জায়গাটি পর্যটকদের থাকার জন্য উপযুক্ত নয়। এখনো এখানে থাকার কোন ব্যবস্থা হয়নি। তবে সাইট সিন হিসেবে এই জায়গা ঘুরে আসা যায়। এখানে বেড়াতে হলে সিটংয়ে থাকতে হবে। সেখানে একাধিক হোমস্টে রয়েছে। এখানে কাছে একটি ঘোরার জায়গার নাম আলহাদারা ভিউ পয়েন্ট।.সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায় এ.র পাশাপাশি চা বাগানেরও ভিউ পাওয়া যায়।

Papiya Paul

X