Money Making Tips

Money Making Tips: গৃহবধূরা টাকা জমান এইভাবে, মাসে ৫০০ টাকা বিনিয়োগে মিলবে লাখ লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ ঘরের গৃহবধূরা সবসময় নিজেদের সংসার করার খরচ থেকে একটা মোটা টাকা সঞ্চয় করে রাখেন। আর সেই সঞ্চিত অর্থ বিভিন্ন প্রয়োজনের কথা মাথায় রেখে ব্যয় করা হয়। তবে এক্ষেত্রেও বিশেষজ্ঞরা মনে করেন এই সঞ্চিত অর্থ ঘরে না জমিয়ে কোথাও বিনিয়োগ করা ভালো। অল্প টাকা বিনিয়োগের(Investment) ক্ষেত্রেও এমন অনেক স্কিম রয়েছে যেটি ভালো সুদ প্রদান করে।

এমনকি প্রত্যেক মাসে মাত্র ৫০০ টাকা সঞ্চয় করে সেই টাকা স্কিমে বিনিয়োগ করা যায়। আর এই স্কিম থেকে কয়েক বছরের মধ্যে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারে গৃহবধূরা। আজকের এই প্রতিবেদনে এই তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। কিভাবে এই লাখপতি হওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক।

গৃহবধূরা যদি এসআইপিতে প্রত্যেক মাসে মাত্র ৫০০ টাকাও বিনিয়োগ করেন। তাহলে কয়েক বছরের মধ্যেই কয়েক লক্ষ টাকার জমিয়ে ফেলতে পারে। এসআইপির মাধ্যমে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে গড় রিটার্ন ১২ শতাংশ হিসেবেই বিবেচিত হয় এবং যেটি অন্য কোন স্কিমের চেয়ে অনেক ভালো।

Mutual Fund

আরও পড়ুন: Income Tips: কিনতে হবে এই একটি জিনিস, প্রতিদিন রোজগার হবে ২ হাজার টাকা! জানুন কিভাবে?

ধরুন কেউ যদি ১০ বছরের জন্য প্রত্যেক মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে তার মোট বিনিয়োগ হবে ৬০ হাজার টাকা এবং শুধুমাত্র সুদের থেকে তিনি পাবেন ৫৬ হাজার ১৭০ টাকা। অর্থাৎ তিনি মোট পাবেন ১ লক্ষ ১৬ হাজার ১৭০ টাকা।

একইভাবে বিনিয়োগ যদি ২০ বছর ধরে চলতে থাকে, তাহলে  মোট বিনিয়োগ হবে ১,২০,০০০ টাকা। আর সুদ হবে ৩,৭৯,৫৭৪ টাকা৷ আর এক্ষেত্রে মোট অর্থ রিটার্ন আসতে পারে ৪,৯৯,৫৭৪ টাকা অর্থাৎ প্রায় ৫ লক্ষ টাকা পাওয়া যাবে।

 

Papiya Paul

X