Ola

Ola: নিজেই চলবে স্কুটার! ভারতে এই প্রথম অটোনোমাস ই-স্কুটি এনে নজির গড়ল Ola

নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে দিনে দিনে বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যাপক চাহিদা। মূলত মাসে মাসে তেল খরচের হাত থেকে বাঁচতে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতেই বাজারে এখন এই ধরনের বৈদ্যুতিক যানবাহনের ব্যাপক চাহিদা। আর ইলেকট্রিক যানবাহনের এই চাহিদার কথা মাথায় রেখেই এবার এক যুগান্তকারী স্কুটার এনে  সবাইকে অবাক করে দিয়েছে ওলা (Ola)।

জানলে অবাক হবেন ওলার এই অভিনব স্কুটারটি চলতে পারে একাই। রিমোট কন্ট্রোলের মাধ্যমে যেমন গাড়ি ছোটে তেমনি এই অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটারটিও চলতে পারে একা একাই। সম্ভবত  সে কথা মাথায় রেখেই এর নাম দেওয়া হয়েছে ওলা সোলো (Ola Solo)।

প্রসঙ্গত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা সম্পন্ন এই ই-স্কুটার ভারতে এই প্রথম। তাই স্বাভাবিকভাবেই ওলা সোলো নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সম্প্রতি সোমবার ১ এপ্রিলেই সংস্থার পক্ষ থেকেই এই সেলফ ড্রাইভিং ইলেকট্রিক স্কুটারের প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল।  কিন্তু পয়লা এপ্রিল মানেই বোকা বানানোর দিন।

প্রযুক্তি,Technology,ওলা,Ola,ভারতের প্রথম,India's First,অটোনোমাস ইলেক্ট্রিক স্কুটার,Autonomous Electric Scooter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,ওলা সোলো,Ola Solo

তাই প্রথমে অনেকে মনে করেছিলেন এটা সম্ভবত এপ্রিল ফুলের রসিকতা। কিন্তু পরে ওলার  CEO ভাবিশ আগারওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।ওলার এই অভিনব ই-স্কুটারে রয়েছে ওলার বানানো LMAO9000 চিপ। এই চিপ দিয়েই এটি পরিচালিত হয়। এতে JU-Guard নামের একটি অ্যালগরিদম-ও যোগ করেছে ওলা। এর কাজ হল প্রতিটি রাইডের খুঁটিনাটি তথ্য সংরক্ষণ করা। সেই তথ্যের উপর ভিত্তি করেই ওলার পারফরম্যান্স ও মাইলেজ উন্নত করে থাকে।

আরও পড়ুন: পুরনো মোবাইলই হয়ে যাবে নতুন! এই সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও

ওলা সোলোর ফিচার্স আর স্পেসিফিকেশন

এই ই-স্কুটিতে মোট ২২টি স্থানীয় ভাষার সাপোর্ট থাকবে। সেইসাথে মিলবে Krutrim এআই প্রযুক্তি। এই প্রযুক্তির সকলের মুশকিল আসান করবে। ট্রাফিক জ্যামের মধ্যেও বুদ্ধির পরিচয় দিয়ে ব্যাটারি খরচ বাঁচিয়ে দ্রুত গন্তব্যে স্থলে পৌঁছে যাবে এই ইলেকট্রিক স্কুটার। পাশাপাশি চালকের সুরক্ষার জন্য হেলমেট ফেস রেকগনিশন ফিচার-ও থাকবে।

হিউমান মোড

এছাড়া এই স্কুটারে থাকবে একটি হিউমান মোডও। অর্থাৎ চালক চাইলে তার নির্দেশ মাফিক কাজ করবে স্কুটার। সামনে কোনও গলি বা বাঁক এলেও আগে থেকে তার সংকেত পাওয়া যাবে। এছাড়া সুরক্ষার জন্য ভাইব্রেটিং সিট অপশনও পাওয়া যাবে।

বিশ্রাম মোড

এছাড়াও এই স্কুটারে মিলবে বিশ্রাম মোড। যখন স্কুটারে ব্যাটারি লেভেল কম থাকবে তখন এটি অ্যাক্টিভেট করে নিতে হবে। শুধু তাই নয় সুইচ টিপলেই নিকটবর্তী চার্জিং স্টেশনেও সেখানে পৌঁছে যাবে এই স্কুটার।প্রসঙ্গত এই হিউমান মোড ও বিশ্রাম মোডের পাশাপাশি একটি সামন মোডও থাকবে স্কুটারে। যা অন করলে ওলা অ্যাপ খুলে যাবে এবং আপনার হয়ে কল রিসিভ করবে স্কুটার।

Avatar

anita

X