নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ের মানুষ শুধুমাত্র চাকরি নয়। এর পাশাপাশি যে কোন ব্যবসা করেও অর্থ উপার্জন করতে চাইছেন। তবে এক্ষেত্রে ব্যবসা ছাড়াও এখন চাষ করেও মোটা টাকা উপার্জন(Money Making Tips) করা যায়। নিজের বাড়িতে কিংবা অন্য কোথাও কিছুটা চাষযোগ্য জমি থাকলে খুব সহজে সেখানে চাষ করা যায়।
যেমন আপনি চাইলে স্ট্রবেরি চাষ করেও মোটা টাকা উপার্জন করতে পারেন। আজকের এই প্রতিবেদনে কিভাবে স্ট্রবেরি চাষ করে মোটা টাকা উপার্জন করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানাবো। স্ট্রবেরি চাষ মূলত বাংলাতে কার্তিক ও অগ্রহায়ন মাসে রোপন করা হয়। আর এই গাছের ফল পাওয়া যায় চৈত্রের মাঝামাঝি পর্যন্ত। স্ট্রবেরী যেহেতু একটি দামি ও পুষ্টিকর ফল তাই এই ফলের চাহিদা সারা বছরই থাকে।
স্ট্রবেরি নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি মিষ্টি ফল। যেকোনো নার্সারি থেকে আপনি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ভালো মানের স্ট্রবেরি চারা কিনতে পারেন। এই গাছের চাষ করার জন্য বড় জায়গা লাগবে এমন নয়। মাঝারি সাইজের টব নিয়ে কিংবা পাঁচ লিটারের প্লাস্টিকের বোতল কেটেও তার মধ্যে চারা লাগানো যেতে পারে।
শীতকালে যদি স্ট্রবেরির চারা লাগানো যায়। তাহলে মোটামুটি মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। বাড়ির উঠোনে কিংবা ছাদ বাগানেও এই স্ট্রবেরি চাষ করা যেতে পারে। স্ট্রবেরি চাষের জন্য রোদ এবং শিশির দুটোই ভীষণ দরকার। ফুল থেকে ফল হওয়ার পরে ফল কোনভাবেই মাটির স্পর্শ যাতে না করে সেই দিকে খেয়াল রাখতে হবে।
কারণ মাটি স্পর্শ করলে সেই ফল পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই গাছের ফুলের নিচের অংশে খড় দিয়ে দেওয়ার দরকার। একটু বেশি পরিচর্যা এবং যত্নের মধ্যে রাখলে আপনার বাগানেও স্ট্রবেরি গাছ ভরে উঠবে এবং সেই স্ট্রবেরি বাজারে বিক্রি করে মোটা টাকা উপার্জন করতে পারবেন।