India: বেতন নেন মাত্র ১ টাকা, দেশের সবথেকে ধনী IAS অফিসারের সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হবেন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের ধনী ব্যক্তির তালিকায় সবসময়ই নাম বজায় রেখেছেন মুকেশ আম্বানি। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যেও মুকেশের নাম সব সময় উপরের তালিকায় থাকে। তবে বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকা থেকে প্রথমে নাম রয়েছে বার্নার্ড আর্ণলটের। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে একটি অন্য বিষয় নিয়ে তথ্য শেয়ার করবো।

আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দেশের সবথেকে ধনী IAS-এর সম্পর্কে। যিনি কয়েক কোটি টাকার মালিক। তবুও তিনি বেতন হিসেবে নেন মাত্র এক টাকা। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। আসলে এটি অবাক হওয়ার মতোই কথা। এই ব্যক্তির নাম হল অমিত কাটারিয়া। তিনি দেশের সবথেকে ধনী আমরা হিসেবে পরিচিত।

কিন্তু তবুও মাত্র এক টাকা বেতন নেওয়ার জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। তার পরিবার গুরগাঁওয়ে কনস্ট্রাকশন কোম্পানির মালিক। এছাড়া তার স্ত্রী একজন পেশাদার পাইলট। অর্থাৎ সেখান থেকেও মোটা টাকা উপার্জন হয়। নিজের জীবন অতিবাহিত করার জন্য যথেষ্ট অর্থ তার কাছে রয়েছে। তাই এক টাকা বেতন নিয়ে তিনি সমাজকে একপ্রকার বদলাতে চান।

আরও পড়ুন: Money Making Tips: স্ট্রবেরি চাষ করে কামাবেন চাকরির থেকেও বেশি, উপায় জানলে লুফে নেবেন আপনিও

তাকে বেতন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আয় করার জন্য নয়। বরং সিস্টেমের পরিবর্তন আনার জন্য IAS-এ যোগ দিয়েছিলেন তিনি।

তাঁর মোট সম্পদের পরিমাণ: প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত তার মোট ৮.৮০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বার্ষিক আয় হয় ২৪ লক্ষ টাকা। এছাড়া TA,DA, HRA র মত ভাতা বাদ দিয়ে IAS অফিসাররা শুরুতে বেতন পান ৫৬,১০০ টাকা। এছাড়া ক্যাবিনেট সচিবের পদে এই বেতনের পরিমাণ প্রত্যেক মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এটি হলো আইএএস অফিসারের সর্বোচ্চ পদ।

Papiya Paul

X