Smartphone: প্রথমবার এই জবরদস্ত প্রযুক্তি আনছে Vivo! গ্রামের মানুষেরা উপকৃত হবেন বেশি

নিউজশর্ট ডেস্কঃ গত বছর নভেম্বর মাসেই বাজারে এসেছিল Vivo X100 এবং Vivo X100 Pro। আর এবার ভিভো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হুয়াং তাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে এই কোম্পানির খুব শীঘ্রই স্যাটেলাইট কানেক্টিভিটি সহযোগে একটি ফোন লঞ্চ করবে। আর এরপরে বোঝা যাচ্ছে যে Vivo X 100 Ultra লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই।

বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 পরিচালিত ভিভোর এই ফোনে দ্বিমুখী স্যাটেলাইট যোগাযোগের জন্য সাপোর্ট থাকতে পারে। আর এই ফোনটি Oppo এবং শাওমি 14 Ultra-র স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত হ্যান্ডসেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যে সমস্ত অঞ্চলে এখনো সেলুলার কানেক্টিভিটি নেই সেখানে ব্যক্তিরা জরুরী যোগাযোগের জন্য তাদের মোবাইল ফোন ব্যবহার করে স্যাটেলাইটের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। রিপোর্ট এটাও দাবি করছে যে  Vivo X100 Ultra-এ 50 মেগাপিক্সেলের এলওয়াইটি-900 প্রাইমারি ক্যামেরা থাকবে। যেটি অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবলাইজেশন থাকবে।

আরও পড়ুন: Smartphone: পুরনো মোবাইলই হয়ে যাবে নতুন! এই সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও

এছাড়া এই ফোনের ক্যামেরায় আল্ট্রা-ওয়াইড লেন্স, টেলিফটো ক্যামেরা এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলেও মনে করা হচ্ছে।  পাশাপাশি 4.3x অপটিক্যাল জুম, 200x পর্যন্ত ডিজিটাল জুম এবং 100 মিমি ফোকাল লেন্থের জন্য সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে বলেও অনেকে মনে করছেন।

এছাড়া রিপোর্ট এটাও দাবি করছে যে Vivo X100s এবং X100s Pro আসন্ন MediaTek Dimensity 9300+ চিপসেট দ্বারা চালিত হবে। চিনে মে মাসে Vivo X100 Ultra এবং X100s সিরিজটি আত্মপ্রকাশ করতে পারে।

Papiya Paul

X