নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবনে মানুষের হাতে সময়ের খুবই অভাব। তাই সময় বাঁচাতে এখনকার দিনে অধিকাংশ মানুষই দোকানে গিয়ে কেনাকাটার পরিবর্তে বাড়ি বসেই বাড়িতে শুয়ে বসেই অনলাইন শপিং (Online Shopping) করে থাকেন। তাই এখনকার দিনে ই-কমার্স (E-commerce) প্ল্যাটফর্মের জগতে অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন শপিং অ্যাপ হলো মিশো (Meesho)।
যা খুবই অল্প সময়ের মধ্যে গোটা দেশজুড়ে বড় বাজার তৈরি করে ফেলেছে। দিনে দিনে বাড়ছে মিশোর গ্রাহক সংখ্যাও। তবে এই মুহূর্তে মিশোকে প্রতিনিয়ত টক্কর দিচ্ছে অন্যান্য অনলাইন শপিং অ্যাপগুলিও। এই তালিকায় রয়েছে ফ্লিপকার্ট কিংবা রিলায়েন্সের জিও অথবা মিন্ত্রার মতো শপিং অ্যাপ গুলিও।
কিন্তু এবার সবাইকে মাঠের বাইরে পাঠিয়ে বাজার দখল করতে আসছে অ্যামাজন বাজার (Amazon Bazar)। মিশোর মতোই আগামী দিনে এই অনলাইন শপিং অ্যাপেও খুবই সস্তায় জামা-কাপড় সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস অথবা লাইফ স্টাইলের সম্পর্কিত জিনিসপত্র পাওয়া যাবে।
যার দাম এখানে অনেক কম হবে। বর্তমানে এই সেগমেন্টেই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে মিশো। তাই এবার মিশোকে কড়া টক্কর দিতেই ময়দানে নামছে অ্যামাজন বাজার। তাদের লক্ষ্য আগামী দিনে মিশোকেও ছাপিয়ে গিয়ে এই সেগমেন্টে রাজত্ব করা। অ্যামাজনের এই বাজার নামের নতুন প্লাটফর্মে পাওয়া যাবে বিভিন্ন ক্যাটাগরির সস্তা জিনিসপত্র।
আরও পড়ুন:টাটার মুকুটে নতুন পালক! দেশজুড়ে এই নতুন রেকর্ড গড়লো Tata Group
একমাস আগে এই প্লাটফর্ম সম্পর্কে সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে বলা হয়েছে এই অনলাইন শপিং অ্যাপে নন ব্র্যান্ডেড জামা কাপড়,হ্যান্ডব্যাগ,জুতো, রাখা হয়েছে, সেই সাথে এখানে ট্রাডিশনাল আর ওয়েস্টার্ন ড্রেসের-ও কালেকশন থাকবে। এছাড়া ডেকোরেশনের জন্যও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রাখা হবে।