নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে রেল যাত্রীদের সুবিধার জন্য নানারকমের পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এবার যাত্রীদের জন্য আরেকটি সুখবর রয়েছে। নতুন একটি ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল। গরমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে জাগিরোড ও শিয়ালদাহর মধ্যে এই এসি স্পেশাল ট্রেন চলাচল করবে।
পূর্ব রেল কর্তৃপক্ষের সূত্র মারফত জানা গিয়েছে, জাগি রোড ও শিয়ালদহের মধ্যে দুই দিক থেকেই ১২ ট্রিপের জন্য একটি এসি স্পেশাল ট্রেন চলবে। আগামী ১২ই এপ্রিল থেকে ২৯ শে জুন ২০২৪ পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালু থাকবে। আজকের এই প্রতিবেদনে এই স্পেশাল ট্রেনের রুট সম্পর্কে সময়সূচী সম্পর্কে আপনাদেরকে জানানো হলো।
১২ই এপ্রিল থেকে ২৮ শে জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার স্পেশাল ট্রেন নাম্বার ০৩১০৫ (শিয়ালদহ-জাগীরোড) শিয়ালদহ থেকে সকাল ৯ঃ০০ টায় রওনা দেবে। আবার পরের দিন জাগিরোড পৌঁছে যাবে সকাল ৬:৩০ এ। আবার ১৩ এপ্রিল থেকে ২৯ শে জুন ২০২৪ পর্যন্ত স্পেশাল ট্রেন নাম্বার ০৩১০৬ ( জাগীরোড – শিয়ালদহ) শনিবার দুপুর ১ টায় জাগীরোড থেকে ছাড়বে এবং পরের দিন শিয়ালদায় পৌঁছাবে দুপুর ১টায়।
এই স্পেশ্যাল ট্রেনটি ১৬ টি এসি থ্রি টায়ার কামরা নিয়ে চলবে। কোন কোন স্টেশন গুলোতে স্টপেজ দেবে? গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউন, জঙ্গীপুর রোড, আজিমগঞ্জ, বান্ডেল, নৈহাটি- এই স্টেশন গুলিতে স্টপেজ দেবে।
আইআরসিটিসির ওয়েবসাইটে এই স্পেশাল ট্রেনের স্টপেজ সহ সময়সূচির সমস্ত বিবরণ পাওয়া যাবে। এর পাশাপাশি সংবাদপত্র ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এই ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়ে দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
আরও পড়ুন: Digha: আরও সুন্দরী হচ্ছে সৈকত শহর দিঘা! গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই জানুন
ওয়েটিং লিস্টের যাত্রীরা প্রচন্ড গরমের মধ্যে যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারেন তাই জন্য এই স্পেশাল ট্রেনে ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও সামার স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেল অনেক সাফল্য অর্জন করেছে। তাই এবারেও সেই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।