নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরে শিয়ালদহের সব শাখাতেই ১২ কামরার ট্রেন চালু হয়ে যাবে। পূর্ব রেলের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদহের(Sealdah Station) সমস্ত শাখায় ১২ বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামোর প্রয়োজন ছিল সেটি প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী এক মাসের মধ্যেই বাকি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে। তারপরে নতুন পরিষেবা চালু হয়ে যাবে।
ভারতীয় রেলের পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনে ট্রেন যাতায়াত করে থাকে। শিয়ালদহ মেইন, শিয়ালদহ উত্তর এবং শিয়ালদহ দক্ষিণের মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগি বহুদিন আগেই করে দেওয়া হয়েছে। আর বাকি দুই বিভাগের সব ট্রেন ১২ বগি ছিল না। এর ফলে সাধারণ মানুষদের খুব সমস্যায় পড়তে হয়েছে দীর্ঘদিন ধরে। কারণ শিয়ালদহর এই উত্তর এবং মেন শাখায় যে পরিমাণ ভিড় হয়, সেখানে নয় বগি ট্রেনে যাতায়াত করা যাত্রীদের পক্ষে দু;সাধ্য হয়ে উঠেছিল।
তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে এই ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। যদিও এটা বহুদিন আগে ভাবা হলেও বাস্তবে তা পূরণ হয়নি। এর কারণ হলো ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে কিন্তু শিয়ালদহর এই দুই বিভাগের সমস্ত স্টেশনের দৈর্ঘ্য এত বড় নেই। তাই প্রথমে পূর্ব রেল কর্তৃপক্ষ প্লাটফর্মগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি করার কাজ শুরু করে। এর পাশাপাশি ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে অউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও শুরু করা হয়েছে।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু শিয়ালদা শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন তাই এই কাজ সম্পন্ন করতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। কারণ এই কাজ করার জন্য ট্রেন চলাচল যতক্ষণ বন্ধ রাখা প্রয়োজন সেটা করা যায়নি। কারণ এই ব্যস্ত স্টেশনে এতবার ট্রেন বন্ধ রাখা যায় না। তবুও এত সমস্যার মধ্যেও শিয়ালদা স্টেশনের চার নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ ইতিমধ্যেই শেষ হতে চলেছে।
এখন এক, দুই এবং তিন নম্বর প্লাটফর্মর কাজ চলছে। এরপর পাঁচ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হয়ে গেলেই সমস্ত বিভাগেই ১২ বগির ট্রেন চালানো সম্ভব হবে বলে জানানো হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। আর রেলের এই উদ্যোগে সুবিধা হবে নিত্যযাত্রীদের।