Summer Vacation

Summer Vacation: গরমে একটানা এত্ত দিন ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, কবে কবে বন্ধ থাকছে?

নিউজ শর্ট ডেস্ক: বসন্তের মরশুম  শেষে ইতিমধ্যেই রাজ্যে হুড়মুড়িয়ে শুরু হয়েছে গ্রীষ্মের (Summer) দাপট। আর এই গরম পড়তে না পড়তেই গ্রীষ্মের ছুটি (Summer Vacation) নিয়ে রাজ্যের স্কুল কলেজের (School-College) মতো শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে রীতিমতো হইচই পড়ে। রাজ্যজুড়ে কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি তা জানতে আগ্রহী সকলেই।  প্রসঙ্গত সামনেই আসছে লোকসভা ভোট।

তাই গরমের ছুটির পাশাপাশিই লোকসভা ভোটের জন্য আগামী বেশ কিছুদিন বন্ধ থাকবে বেশ কিছু স্কুলের পঠন পাঠন। একদিকে গ্রীষ্মকাল পড়তেই কোথাও কালবৈশাখীর ঝড় উঠেছে তো কোথাও গরমের লু’তে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।  তাই এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে রাজ্যবাসীর  আগাম সতর্কতা উদ্দেশ্যে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে।

আসলে এই সময় স্কুলে যাওয়া আসা করতে গিয়েই অনেক সময় অসুস্থ হয়ে পড়েন অনেক পড়ুয়া। তাই এই সিজন চেঞ্জের সময় শরীর সুস্থ রাখতে বেশ কিছু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকরাও।

গ্রীষ্মের ছুটি,Summer Vacation,স্কুল কলেজ,School-College,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিশেষ করে এই ভয়াবহ গরমের হাত থেকে বাঁচতে নিয়মিত বেশি করে জল আর ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে এ বছর ৬ই মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। যা চলবে আগামী ২’রা জুন পর্যন্ত। তবে উনিশে এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে ভোট পর্ব।

আরও পড়ুন: আরও সুন্দরী হচ্ছে সৈকত শহর দিঘা! গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই জানুন

তাই এই ভোটের দিনগুলিতেও রাজ্যের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়,সহ বিভিন্ন পলিটেকনিক কলেজ প্রাঙ্গণ ভোট কেন্দ্র হিসেবে নির্বাচিত হওয়ায় ওই ভোটের  দিনগুলিতেও  রাজ্যের বিক্ষিপ্ত জেলায় বন্ধ থাকবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

গ্রীষ্মের ছুটি,Summer Vacation,স্কুল কলেজ,School-College,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই এবার গরমের ছুটির পাশাপাশি ভোটের জন্য আরও বেশ কিছুদিন অতিরিক্ত ছুটি পাবেন রাজ্যের স্কুল-কলেজের পড়ুয়াড়া। জানা যাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে ৩ ‘রা জুন সোমবার থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে স্কুল কলেজ খোলার পরের দিনেই অর্থাৎ ৪’ঠা জুন ভোট গণনার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা এ বিষয়ে এখনও  পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য শিক্ষা দপ্তর।

Avatar

anita

X