আইসিআইসিআই ব্যাংক,ICICI Bank,আর ডি,RD,রেকর্ডিং ডিপোজিট,Recuring Deposit,সঞ্চয়,Savings,বিনিয়োগ,Investment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ICICI Bank: ICICI ব্যাঙ্কে RD করলেই লাভে লাভ! এত্ত সুদ যা আপনার কল্পনারও অতীত

নিউজ শর্ট ডেস্ক: সারা বছর ধরে কষ্টের উপার্জনের টাকা সঞ্চয়ের (Savings) জন্য সকলেই একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্র স্থির করে থাকেন। সেই অনুযায়ী টাকা জমানোর জন্য অধিকাংশ মানুষই নিরাপদ বলে মনে করে বিভিন্ন ব্যাংক গুলিকে।

আমাদের দেশের এমনই একটি জনপ্রিয় ব্যাংক হল আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)।এই ব্যাংকে টাকা জমানোর ক্ষেত্রে অনেকেই ভরসা করে থাকেন আর ডি (RD) অর্থাৎ রেকর্ডিং ডিপোজিটের (Recuring Deposit) ওপর। আসলে  RD-তে অ্যাকাউন্ট খেলার ওপর বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যা এগুলিকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে।

RD অর্থাৎ রেকারিং ডিপোজিটে টাকা জমানোর বিশেষ সুবিধা হল এক্ষেত্রে নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি হারে সুদ পাওয়া যায়। যার ফলে রিটার্নও পাওয়া যায় অনেক বেশি। সাধারণত ব্যাঙ্ক, জমার সময়কাল এবং আমানতকারীর বয়সের মতো কারণের উপর ভিত্তি করে RD অ্যাকাউন্টের সুদের হার আলাদা হয়ে থাকে।

আইসিআইসিআই ব্যাংক,ICICI Bank,আর ডি,RD,রেকর্ডিং ডিপোজিট,Recuring Deposit,সঞ্চয়,Savings,বিনিয়োগ,Investment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে ICICI ব্যাঙ্কের, সিনিয়র সিটিজেনরা বাকিদের তুলনায় RD-তে উচ্চ হারে সুদ পেয়ে থাকেন। রেকারিং ডিপোজিটে আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনের উপর ভিত্তি করেই গ্রাহকরা টাকা জমানোর সময়কাল বেছে নিতে পারেন। ICICI ব্যাঙ্কের RD অ্যাকাউন্টগুলির মেয়াদ সাধারণত ৬ মাস থেকে ১০ বছরের হয়ে থাকে। গ্রাহকরা এদের অনলাইন RD ক্যালকুলেটর ব্যবহার করে একটি মেয়াদ বেছে নিতে পারেন।

আরও পড়ুন: দরকার পড়বে না আঠার! RBI-র এই নিয়ম জানলেই রমরমিয়ে চলবে ছেঁড়া-ফাটা নোট!

এক্ষেত্রে -RD-র সবচেয়ে বড় সুবিধা হল নির্ধিষ্ট মেয়াদ শেষেই পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। নিম্নলিখিত এই পদ্ধতিতে ICICI ব্যাঙ্কে ৪.৭৫% থেকে শুরু করে ৭.১০% হরে সুদ পাওয়া যায়। তবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার বেশিই হয়। জানা যায় তাঁরা ৬ মাস থেকে ১০ বছরের জন্য ৭.৬০% হারে সুদ পেয়ে থাকেন। খুব সহজেই নিমলিখিত পদ্ধতিতে ICICI ব্যাঙ্কে RD অ্যাকাউন্ট খুলতে পারেন।

আইসিআইসিআই ব্যাংক,ICICI Bank,আর ডি,RD,রেকর্ডিং ডিপোজিট,Recuring Deposit,সঞ্চয়,Savings,বিনিয়োগ,Investment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

১) নিকটস্থ ICICI ব্যাঙ্কে গেলে ব্যাঙ্কের প্রতিনিধিরাই এই কাজে সাহায্য করবেন।

২)প্রথমে  iMobile Pay অ্যাপে লগ ইন করতে হবে এবং সেখান থেকে ‘Accounts & Deposits’-এ ক্লিক করতে হবে, তারপর ‘Deposits (FD/RD)’ এবং ‘Open Recurring Deposit’-এ ক্লিক করতে হবে।

৩) এরপর নিজেদের ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে www.icicibank.com এ লগ ইন করতে হবে। এরপরেই ‘Accounts & Deposits’ অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Deposits (FD/RD)’ অপশনে গিয়ে ‘Open Recurring Deposit’ বেছে নিতে হবে।

৪) এবার পছন্দের ভাষায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। ফের ওপারে থাকা প্রতিনিধিরা  প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবেন। এরপর পিনের সঙ্গে ডেবিট কার্ড নম্বরটি-ও  দিতে হবে।

ICICI ব্যাঙ্কে ৫০০০ টাকার  RD করলে ৩০ মাস পর তিনি রিটার্ন পাবেন ১,৬৪,২৭১ টাকা। এক্ষেত্রে তিনি মোট ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে সুদ হিসাবে পাবেন মোট ১৪,২৭১ টাকা।

Avatar

anita

X