নিউজশর্ট ডেস্কঃ এখন হাঁটাহাঁটি(Morning Walk) করলে শুধুমাত্র শরীর সুস্থ থাকবে এমন কিন্তু নয়। হাঁটাহাঁটি করলে পকেটে দু’পয়সাও আসবে আপনার। নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাচ্ছেন। তবে এই কথাটি একেবারেই সত্যি। এমন কিছু অ্যাপ রয়েছে যেখানে হাঁটার জন্য টাকা দেওয়া হয়। একেবারে কিলোমিটার হিসেবে হিসেব করে আপনার ওয়ালেটে পয়সা ঢুকবে। একদিকে আপনার যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তেমনি অন্যদিকে ভালো টাকা রোজগার হবে। আজকের এই প্রতিবেদনে এই অ্যাপগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো।
১) সুইটকয়েন: আপনি যদি প্রায় আধ মাইল হাঁটেন তাহলে পাবেন ০.৯৫ সুইটকয়েন। আর ২০ মিনিট হাঁটার জন্য এর থেকে দ্বিগুন সুইটকয়েন উপার্জন করতে পারবেন। যেকোন রকমের ডিসকাউন্ট বা কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজাররা এই অ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
২) বেটার পয়েন্টস: এখানে ব্যায়াম, হাঁটাহাঁটি, দৌড় বা সাইকেল চালানোর জন্য পয়সা দেওয়া হয়। এই অ্যাপের মাধ্যমে ২০০০ বেটার পয়েন্টস-এর বদলে আপনি দুই পাউন্ডের আরগোর্স গিফট কার্ড, ৫০০০ বেটার পয়েন্টস-এর বদলে পাঁচ পাউন্ডের কারি গিফট কার্ড পাবেন। আইওএস এবং এন্ড্রয়েড ইউজাররা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: Amazon: আরও সস্তা হবে অনলাইন শপিং! Meesho ফিনিশ, এবার আসছে অ্যামাজন বাজার
৩) উইনওয়াক: প্রতিদিন ১০০ থেকে ১০ হাজার পা হেঁটে উপার্জনের সুযোগ দিচ্ছে এই অ্যাপ। এখানে মোটামুটি ১০০ কয়েন পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি। এই কয়েন বিভিন্ন রকমের ব্র্যান্ডেড সংস্থা Costa, Primark, Marks and Spencer-এ ব্যবহার করতে পারবেন। তবে এই অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতে পারবেন।
৪) উইওয়ার্ড: এখানে দেড় হাজার কদম হাঁটলে এক ওয়ার্ড দেওয়া হয়। আবার তিন হাজার কদম হাঁটলে ৩ ওয়ার্ড মিলবে। আর ২০ হাজার কদম হাঁটলে ২৫ ওয়ার্ড মিলবে। এখানে প্রত্যেকদিন নতুন করে ওয়ার্ড সেট করা যায়। আর তিন হাজার ওয়ার্ডে ১৫ পাউন্ড টাকা পাবেন। এখানে সরাসরি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন গ্রাহকেরা। আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজার ব্যবহার করতে পারবেন।
৫) চ্যারিটি মাইলস: এই অ্যাপ থেকে উপার্জিত অর্থ বা প্রাপ্ত পয়েন্ট দাতব্য প্রতিষ্ঠানকে দান করতে হয় ইউজারদের। এখানে প্রথমেই আপনাকে সাইন আপ করার পর দাতব্য প্রতিষ্ঠান বেছে নিতে হয়। এরপর ইউজার হাঁটাহাঁটি, দৌড়, নাচ বা সাইকেল চালানোর বদলে যে প্রাপ্ত পয়েন্ট পান সেটি সরাসরি সেই প্রতিষ্ঠানে চলে যায়।