নিউজ শর্ট ডেস্ক: দেশ জুড়ে এ টি এম (ATM) পরিষেবা চালু হওয়ার পর থেকে টাকা তোলা অনেক বেশি সুবিধাজনক হয়ে গিয়েছে। তাই এখনকার দিনে হঠাৎ করেই টাকা তোলার প্রয়োজন পড়লে ব্যাংকে ছুটতে হয় না কাওকেই। কাছে পিঠে এটিএম মেশিন থেকে টাকা তুললেই সমস্যার সমাধান করা সম্ভব হয়।
কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন বাড়ি বসেই টাকার প্রয়োজন হয়। তাই এবার ঘরে বসে টাকা তোলার এক অভিনব ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (Indian Post Payment Bank)। এরফলে এবার এই AePS সিস্টেমের সাহায্যে ঘরে বসে পাওয়া যাবে টাকা। কীভাবে?
এবার থেকে যদি হঠাৎ করে বাড়িতেই কারও টাকার প্রয়োজন হয়, এবং হাতে সময়ও খুব কম থাকে তাহলে ব্যাংকে কিংবা এটিএম-এ ছুটতে হবে না। বাড়ি বসেই এই AePS সিস্টেমের মাধ্যমে তোলা যাবে টাকা। এই AePS হল আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম। যদি বাড়িতেই কারও টাকার প্রয়োজন হয় তাহলে এই অ্যাপের মাধ্যমে টাকা তুললে পোস্টম্যান নিজেই বাড়ি এসে টাকা দিয়ে যাবে। কি ভাবছেন কিভাবে সম্ভব?
জানা যাচ্ছে এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আর এই AePS হল এমন একটা সিস্টেম যাতে ব্যাঙ্কিং লেনদেন করার পাশাপাশি ব্যালান্স জানা, টাকা তোলা, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার সবই করা যায়। তবে এক্ষেত্রে, শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই এই কাজ করা যায়।
আরও পড়ুন:পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে Axis Bank! এভাবে আবেদন করুন আপনিও
একটা আধারে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে কী হবে ?
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক তাঁর FAQ অংশে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি কোনও গ্রাহকের একটি আধারে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে লনদেনের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বেছে নিতে হবে। কিন্তু একই ব্যাঙ্কে অনেকগুলি অ্যাকাউন্ট থাকলে শুধুমাত্র প্রাইমারি অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে। এক্ষেত্রে আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নেওয়ার দরকার পড়বে না।
কত চার্জ কাটবে ?
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে, বাড়ি বসে কোনও গ্রাহক টাকা তুলতে চাইলে, তাকে অতিরিক্ত টাকা দিতে হবে না। কিন্তু পরিষেবা নিতে গেলে সেই গ্রাহকের উপর ব্যাঙ্ক চার্জ চাপাতে পারে।
In need of urgent cash but don’t have time to visit the bank? Worry not! With @IPPBOnline Aadhaar ATM (AePS) service, withdraw cash from the comfort of your home. Your Postman now helps you to withdraw cash at your doorstep. Avail Now!
👉For more information Please visit:… pic.twitter.com/4NNNM6ccct
— India Post Payments Bank (@IPPBOnline) April 8, 2024
কীভাবে আধার এটিএম ব্যবহার করবেন ?
এর জন্য প্রথমেই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে গিয়ে বেছে নিতে হবে ডোরস্টেপ ব্যাঙ্কিং।
এরপর মোবাইল নম্বর, নাম, ঠিকানা, পিনকোড ও ইমেইল দিয়ে নিকটস্থ পোস্ট অফিস এবং যে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন সেই সমস্ত তথ্য দিতে হবে।
এরপর কিছুক্ষণের মধ্যেই পোস্টম্যান বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবে।
তবে NPCI এই পদ্ধতিতে অর্থাৎ AePS-এ ১০,০০০- এর বেশি টাকা তোলা যায় না।