নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে অধিকাংশ মানুষের হাতেই রয়েছে মোবাইল ফোন। কারও কাছে স্মার্টফোন তো কারও কাছে রয়েছে ফিচার ফোন। তবে পরিসংখ্যানের বিচারে দেখা যায় অধিকাংশ মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন।
আর এখন স্মার্টফোনের এই চাহিদার কথা মাথায় রেখেই হুড়-মুড়িয়ে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম বাড়াচ্ছে দেশের নামিদাম টেলিকমি সংস্থাগুলি। এই মুহূর্তে ভারতের প্রথম সারির দুই জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel)।
উন্নত মানের প্রযুক্তি এবং দেশজুড়ে ৪জি এবং ৫জি নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে দেশের অধিকাংশ গ্রাহকই জিও এবং এয়ারটেলের সিম ব্যবহার করে থাকেন। অধিকাংশ মানুষের কাছেই এখন জিও এবং এয়ারটেল-ই বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
শুধু তাই নয় উন্নত প্রযুক্তি এবং পরিষেবার পাশাপাশি গ্রাহকদের মাঝেমধ্যেই নিত্যনতুন উপহার দিচ্ছে জিও এবং এয়ারটেল।তবে এবার জিও এবং এয়ারটেলকে টেক্কা দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যেতে ময়দানে নেমেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)।
আরও পড়ুন: আরও সহজ অনলাইনে পাসপোর্টের নাম-ঠিকানা পরিবর্তন করা! এখনই জানুন এই সহজ নিয়ম
এবার এই সংস্থার তরফ থেকে এমন একটি অফার দেওয়া হয়েছে যা শুনে একেবারে ছিটকে গিয়েছে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মত নামি সংস্থাগুলিও। কারণ এবার এয়ারটেল একসাথে দু-দুটি রিচার্জ প্লানের সাথে বাড়তি ভ্যালিডিটি দেওয়ার কথা ঘোষণা করেছে।এখানে যে দুটি প্লানের সম্পর্কে কথা হচ্ছে তার মধ্যে একটি হলো ৬৯৯ টাকার প্ল্যান আর অপরটি হল ৯৯৯ টাকার প্ল্যান।
৬৯৯ টাকার প্ল্যান
আগে এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৫০০ এমবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পেতেন। এতদিন এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ১০০ দিন। কিন্তু এখন এই রিচার্জ প্ল্যানটিতে ৫০ দিন বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। তাই এই প্ল্যানে এখন গ্রাহকরা মোট ১৫০ দিন অর্থাৎ ৫ মাসের ভ্যালিডিটি পাচ্ছেন।
৯৯৯ টাকার প্ল্যান
আগে এই প্ল্যানে গ্রাহকরা ২০০ দিনের ভ্যালিডিটি পেতেন। সেইসাথে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারতেন। এখন এই সমস্ত সুবিধাসহ বাড়তি ১৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ফলে এখন গ্রাহকরা এখন মোট ২১৫ দিন ভ্যালিডিটি পাবেন।