নিউজ শর্ট ডেস্ক: কষ্ট করে উপার্জিত টাকা সঞ্চয়ের জন্য সকলেই চোখ বুঝে ভরসা করে থাকেন ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের ওপর। তাই সাধারণ মানুষের উপার্জনের অর্থ যাতে সুরক্ষিত থাকে, সেদিকেই সর্বদা সজাগ দৃষ্টি দিয়ে রেখেছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)।
তাই আর বি আই-এর সমস্ত নিয়মাবলীই মেনে চলতে বাধ্য ভারতের সমস্ত ব্যাংক। শুধু তাই নয় এই নিয়ম লংঘন করলেই একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে আর বি আই। ইতিমধ্যেই নিয়ম লঙ্ঘন করে আরবিআই-এর কোপের মুখে পড়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান।
আর এবার এই তালিকার যোগ হল আমাদের দেশের আরও একটি ব্যাংকের নাম। জানা যাচ্ছে এরফলে আগামীদিনে ওই বাঙ্ক থেকে জমানো টাকা তোলা যাবে না, তাছাড়া ওই ব্যাঙ্ক আর ঋণ-ও দিতে পারবে না। শুধু তাই নয় এছাড়াও আরও বেশ কিছু কড়া নির্দেশ জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
RBI পেনাল্টি
এবার সমবায় ব্যাঙ্ক মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের (Shirpur Merchants Co-operative Bank) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে RBI। একাধিক বিধিনিষেধ আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে ৮ এপ্রিল, ২০২৪-এ ব্যাবসা বন্ধ হবার পর থেকে আগামী ৬ মাস পর্যন্ত এই ব্যাঙ্ককে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।
আরও পড়ুন: আর চলবে না রাজধানী-শতাব্দী এক্সপ্রেস! সামনে এল ভারতীয় রেলের বড় ঘোষণা
এরফলে এই ব্যাঙ্কে যারা টাকা রেখেছিলেন এই সময়ের মধ্যে তারা আর ওই টাকা তুলতে পারবেন না। শুধু তাই নয় আরও একাধিক কঠোর ব্যাবস্থা নেওয়া হয়েছে এই ব্যাঙ্কের বিরুদ্ধে।
বাঙ্কে জমানো টাকা তোলা যাবে না
শুধু তাই নয় শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট-এর মোট ব্যালান্স থেকে টাকা তোলার অনুমতিও মিলবে না। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের বিশেষ শর্তাবলীর আওতায় গ্রাহকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা টাকা থেকে ঋণ পরিশোধ করতে পারবেন বলে জানা যাচ্ছে।
এই ব্যাঙ্ক ঋণ দিতে পারবে না
এখানেই শেষ ময় এছাড়া এই ব্যাঙ্ক নতুন করে আর কাওকে ঋণও দিতে পারবে না। সেইসাথে কোনো নতুন বিনিয়োগ-ও করা যাবে না।
সম্পত্তি বিক্রি করতে পারবেন
এই ব্যাঙ্ক যদি সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে চান তাহলে তার জন্য তাদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর কাছ থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ RBI এর অনুমতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না।
তবে এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয় হলো ৫ লক্ষ টাকা ডিপোজিট বীমা দাবি করতে পারবেন।