Kendriya Vidyalaya: সরকারের সবথেকে ভালো স্কুলে পড়াতে চান সন্তানকে! জেনে নিন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনার খরচ

নিউজশর্ট ডেস্কঃ নিজের সন্তানের কোন কাজটি করলে ভালো হবে, কোন স্কুলে পড়লে সন্তান ভালো পড়াশোনা শিখবে। এই সমস্ত কিছুই চিন্তা করে থাকেন প্রত্যেক বাবা-মা। সন্তানের ভালোর জন্য বাবা-মায়েরা কোনরকমের খামতি রাখতে চান না। তাই ছোট শিশুকে প্রথম স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রেও অনেক বিচার বিবেচনা করে ভর্তি করানো হয়।

তবে অনেকেই প্রচুর অর্থ খরচ হয় দেখে বেসরকারি স্কুলের ভর্তি করাতে পারেন না। সেক্ষেত্রে ভালো সরকারী স্কুলের প্রসঙ্গ উঠলে কেন্দ্রীয় বিদ্যালয়ের(Kendriya Vidyalaya) নাম সবার প্রথমে আসে। এর কারণ হলো কেন্দ্রের সবথেকে ভালো সরকারি স্কুলের মধ্যে এই কেন্দ্রীয় বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক বছর এইখানে নিজেদের সন্তানকে পড়ানোর জন্য প্রচুর পিতা-মাতা ভর্তির জন্য আবেদন করে থাকেন।

অনেকেই আবার আবেদন করার চেষ্টা করেন কিন্তু এই কেন্দ্রীয় বিদ্যালয় পড়ানোর জন্য কত টাকা খরচ হয় এই বিষয়ে ওয়াকিবহল থাকে না। তাই আজকের এই প্রতিবেদনে এই কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনার খরচ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হলো।

আরও পড়ুন: Government Employees: সরকারী কর্মচারীদের জন্য মনের মতন খবর, এবার এই জন্য ৩৫ লাখ দেবে মোদী সরকার!

কেন্দ্রীয় বিদ্যালয়ের ফি: রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কেন্দ্র বিদ্যালয়ের বিকাশ নিধির প্রত্যেক মাসের খরচ মাত্র ৫০০ টাকা।  এর পাশাপাশি প্রত্যেকটি শ্রেণীতে এডমিশনের ক্ষেত্রে খরচ ২৫ টাকা এবং রি-এডমিশন নিলে সেখানে খরচ পড়বে ১০০ টাকা।

কেন্দ্রীয় বিদ্যালয়ের টিউশন ফি: এখানে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রত্যেক মাসে টিউশন ফি নেওয়া হয় ২০০ টাকা এবং তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর কম্পিউটারের জন্য নেওয়া হয় ১০০ টাকা, এর পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য কম্পিউটার সায়েন্সের ফি হলো ১৫০ টাকা।

কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা: ২০২৩ পর্যন্ত সারা দেশ জুড়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা রয়েছে ১,২৫৪ টি। এখানে প্রত্যেক বছর প্রায় ১৪ লক্ষ পড়ুয়া পড়াশোনা করে থাকে। এর পাশাপাশি এই বিদ্যালয়গুলোকে ২৫ টি রিজনে বিভক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট: আপনি যদি আপনার সন্তানকে কেন্দ্র বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো তথ্য জানতে চান তাহলে অবশ্যই এই বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in এ যেতে পারেন। এই ওয়েবসাইটে আবেদন পত্র পাওয়া যাবে আপনি চাইলে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে এই বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন।

Papiya Paul

X