নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব রতন টাটার(Ratan Tata) সম্পর্কে আলাদা করে পরিচয় দেওয়ার কোন প্রয়োজন নেই। ভারত তথা সারা বিশ্বের কাছে তিনি একটি পরিচিত মুখ। এমনকি তার জীবনী অনুপ্রেরণা যোগায় সারা বিশ্বের মানুষকে। দেশের তথা বিশ্বের লাখো তরুণ-তরুণী তথা মানুষের অনুপ্রেরণা হলেন রতন টাটা।
তার আমলে টাটা গ্রুপের (Tata group) মর্যাদা বেড়েছে বহুগুণ। ব্যবসার পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করেছেন তিনি। নুন থেকে শুরু করে মোটোর, এয়ার ইন্ডিয়া, টাইটান, তাজ সবেতেই তার কোম্পানির অগাধ বিচরণ। এই রতন টাটা মাত্র ২১ বছর বয়সে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হন। নিজের বুদ্ধি, ধৈর্য এবং সাধারণ জীবনযাপনের মাধ্যমে গোটা দেশের কাছে তিনি নিজের আলাদা পরিচিতি স্থাপন করতে সক্ষম হয়েছেন।
২০০৯ সালে তিনি মধ্যবিত্তদের জন্য মাত্র ১ লক্ষ টাকার বাজেটে ন্যানো গাড়ি চালু করেছিলেন। শুধুমাত্র ন্যানো গাড়ি নয়, বিলাসবহুল জাগুয়ার, রেঞ্জ রোভার সহ আরো প্রচুর গাড়ি তৈরি করেন তার সংস্থা। তবে শুধুমাত্র গাড়ি তৈরি নয় টেলিকম ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং, শিল্প ও অন্যান্য নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন টাটা গোষ্ঠী।
তবে অনেকে হয়তো জানেন না রতন টাটার কাছে এমন এক কীর্তি রয়েছে, যা আর কোন ভারতীয় এর কাছে নেই। তিনি প্রথম ব্যক্তি যিনি F-16 ফাইটার জেট উড়িয়েছেন। ২০০৭ সালে বেঙ্গালুরু এয়ার শো-তে তিনি কো-পাইলট হিসেবে এই যুদ্ধবিমান উড়িয়েছিলেন। আর এখন তার এই সংস্থা আইবেসের সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার তৈরি করতে চলেছে।
প্রসঙ্গত, ভারত সরকারের তরফ থেকে ২০০০ সালে রতন টাটাকে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছিল। আজ ৮৬ বছর বয়সে এসেও সোশ্যাল মিডিয়ায় টুকটাক অ্যাক্টিভ থাকেন রতন টাটা। জীবনের কিছু টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করে নেন নিজের ইন্সটাগ্রামে। অনেক সময় সোশ্যাল মিডিয়ার পাতায় মেলে ধরেন জীবনের ফেলে আসা টুকরো স্মৃতি।