নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে ডিজিটাল পেমেন্টের যুগে যেকোনো জায়গায় শুধুমাত্র QR CODE ব্যবহার করে অর্থ বিনিময় করা যায়। আপনারা চাইলে অবাক হবেন এবার রেলস্টেশনের বাথরুমে QR CODE ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এমনই গুরুত্বপূর্ণ কাজ করে সকলকে চমকে দিয়েছেন ভারতীয় রেল(Indian Railways)।
এমনিতেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হয়। আর এবার এই নজিরবিহীন ঘটনা করে সকলকে আরো চমকে দিয়েছে রেল কর্তৃপক্ষ। বহু মানুষ রেলওয়েতে ভ্রমণের সময় স্টেশনের বাথরুম ব্যবহার করে থাকেন। কিন্তু বাথরুম ব্যবহার করলে সেক্ষেত্রে খুচরো পয়সা দিতে অনেক সময় সমস্যা সৃষ্টি হয়।
আর এবার সেইসব সমস্যা থেকে মুক্তি পেতে রেল গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এবার ভারতের অন্যতম ব্যস্ত শিয়ালদহ রেলস্টেশনের শৌচালয়ে পাওয়া যাবে QR CODE। অর্থাৎ এই কিউআর কোড ব্যবহার করে শৌচালয়ে টাকা দেওয়া যাবে। পূর্ব রেলের এই উদ্যোগকে যেমন যাত্রীদের সময় বাঁচাবে তেমনি শৌচালয়গুলোর দায়িত্বে থাকা যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের দাদাগিরিও বন্ধ করা যাবে।
এই প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে এবং ডিজিটালাইজ পেমেন্টের সূচনা করার জন্য স্টেশনগুলোতে পে এন্ড ইউস্ড টয়লেটের জন্য একটি কিউআর কোড-এর পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। শিয়ালদহের ডিআরএম দীপক নিগমের তত্ত্বাবধানে এই কাজ হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদহের সিনিয়র ডিসিএম শান্তনু চক্রবর্তী। দীর্ঘদিন ধরে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বারে বারে উঠে এসেছে। এবার এই অভিযোগ মোকাবেলা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।