নিউজশর্ট ডেস্ক: প্রায় প্রত্যেকের বাড়িতেই বাইক হোক কিংবা স্কুটার বা গাড়ি এখন হামেশাই লক্ষ্য করা যায়। মোটর বাইকের জনপ্রিয়তার পাশাপাশি এখন চারচাকা গাড়ি কিনে ফেলছেন মধ্যবিত্ত পরিবারের লোকেরাও। আগে মনে করা হতো যে চার চাকা গাড়ি থাকা মানেই বড়লোক পরিবার। কিন্তু এখন সেসব বদলে গিয়েছে।
তবে চার চাকা গাড়ি কেনার থেকে এর পেছনে খরচ অনেক বেশি হয়। পেট্রোলের দাম দিনে দিনে বেড়েই চলেছে। তাই চার চাকা গাড়িতে প্রত্যেক কিলোমিটারে অন্তত ৭ থেকে ৮ টাকা খরচ হয়। তবে এই খরচ থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে। এবার মুকেশ আম্বানির(Mukesh Ambani) দৌলাতে গাড়ির পিছনে খরচ কিছুটা হলেও কমবে।
মুকেশ আম্বানির গ্রিন এনার্জি ফুয়েল(Green Energy Fuel) তৈরি করার বিষয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই গ্রিন এনার্জি ফুয়েল ভবিষ্যতের জ্বালানি হবে সেটা সকলেই বুঝতে পারছে। এই গ্রিন এনার্জি ফুয়েলের দৌলতে চারচাকা যানবাহন এক কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ৪ টাকা। এর ফলে একদিকে যেমন যানবাহন চালানোর খরচ কমবে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দূষণের হাত থেকেও রেহাই পাওয়া যাবে।
আরও পড়ুন: Voluntary-Retirement: পেনশনের নিয়মে বিরাট বদল! মাথায় হাত পশ্চিমবঙ্গের শিক্ষকদের
এমনিতেও অতিরিক্ত মাত্রায় পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানি ব্যবহার করার ফলে সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয় তা ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। গ্রিন এনার্জি ব্যবহার করলে সেই হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করার সময় বাতাসের সঙ্গে মিশে ধোঁয়ার পরিবর্তে জল স্প্রে করবে। মুকেশ আম্বানি গ্রিন এনার্জি ফুয়েল তৈরি করার জন্য লারসনস অ্যান্ড ট্রুবোর সঙ্গে হাত মিলিয়ে গ্রিন হাইড্রোজেন ও গ্রীন অ্যামোনিয়া ইউনিট তৈরি করতে চলেছে। আর এটি তৈরি করার জন্য লারসেন অ্যান্ড ট্রুবো এক লক্ষ টাকা বিনিয়োগ করতে চলেছে।
জানা গিয়েছে, গুজরাটের দীনদয়াল পোর্ট অথরিটিতে এই প্ল্যান তৈরি করা হবে। গত বছর অক্টোবর মাসে এই প্ল্যান তৈরি করার জন্য চারটি কোম্পানি ১৪ টি প্লট কেনার পরিকল্পনা গ্রহণ করেছিল। আর এই প্লটের জন্য অন্ততপক্ষে ৪ হাজার একর জমির প্রয়োজন আছে। যে ১৪ টি প্লট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই সকল এক একটি প্লট ১০ লক্ষ টন গ্রিন এনার্জি ফুয়েল তৈরি করা সম্ভব হবে। আর এই ১৪টি প্লটের মধ্যে ৬ টি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেওয়া হবে, এলএন্ডটিকে ৫ টি প্লট দেওয়া হবে, ২ টি প্লট গ্রিনকো গ্রুপকে, এবং ১ টি প্লট দেওয়া হবে ওয়েলসপন নিউ এনার্জিকে।