নিউজশর্ট ডেস্কঃ পৃথিবী(Earth) সম্পর্কে বিজ্ঞানীরা বরাবরই নানারকমের তথ্য প্রকাশ করেন। আমরা সকলেই জানি পৃথিবী একটি নির্দিষ্ট দিকে ঘুরছে। এবার পৃথিবীর এই ঘূর্ণনের গতি যদি উল্টোদিকে হয়ে যায় তাহলে কি হবে? অন্তত এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবী উল্টোদিকে ঘুরলে পরিবেশ এবং সাগরের দিকের পরিবর্তন হবে। সব থেকে আগে সাগরের জলের স্রোতের গতি পাল্টে যাবে। তবে পৃথিবীর তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর গতি উল্টোদিকে হলে আটলান্টিক সাগর থেকে জল প্যাসিফিক সাগরের দিকে যাবে।
এর পাশাপাশি পৃথিবীর আরো কয়েকটি ভূ-ভাগেরও অনেক পরিবর্তন ঘটবে। পৃথিবীর মরুভূমি অঞ্চল চিরসবুজ অরণ্যে বদলে যেতে পারে। এমনকি ইউরোপের আবহাওয়া বদলে যাবে। অর্থাৎ আফ্রিকার মরু অঞ্চল বদলে যেতে পারে চিরসবুজ অরণ্যে। এমনকি পৃথিবীর ঘূর্ণনের গতি উল্টোদিকে হলে আমাজনের অভয়ারণ্য বদলে যাবে।
এছাড়া আটলান্টিক সাগর আরো দক্ষিণ দিকে প্রবাহিত হতে পারে। তবে এই ঘটনা আদৌ ঘটবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সকলের মনে। কিন্তু তবুও বিজ্ঞানীরা বলছেন এমনটা যদি কখনো ঘটে তাহলে পৃথিবীর রূপ একেবারেই বদলে যাবে। আর পৃথিবীর রূপের বদল ঘটলে মানুষের জীবনযাত্রা পুরোপুরি বদলে যাবে।