নিউজ শর্ট ডেস্ক: কেউ যদি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খোলার পরিকল্পনা করে থাকেন তাহলে তার জন্য জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট (Zero Balance Account) একেবারে আদর্শ। এই ধরণের অ্যাকাউন্ট অনেক বেশি উপকারী বলে মনে করা হয়। তবে জিরো ব্যালেন্সের এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কোনরকম টাকা খরচ করতে হয় না।
তাই এই অ্যাকাউন্টকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট-ও বলা হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো ধরনের অ্যাকাউন্ট খুললেই ন্যূনতম কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা করতে হয়। কিন্তু এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট গুলিতে নূন্যতম কোন টাকা পয়সা রাখতে হয় না। জিরো ব্যালেন্স একাউন্টকে ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টস (Savings Account)-ও বলা হয়।
জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সুবিধা
কোন টাকা খরচ না করেই জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়।
যেকোনো ব্যাংকেই এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যায়।
ন্যূনতম টাকা না থাকার কারণে, অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মতো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না।
এই অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হয় না।
কোনো অতিরিক্ত এসএমএস চার্জ কাটা হয় না।
জিরো ব্যালেন্সের এই ব্যাংক অ্যাকাউন্ট একটি নিরাপদ ব্যাংক অ্যাকাউন্ট।
এই অ্যাকাউন্টে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এবং ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকাও খুব সহজে ক্রেডিট হয়ে যায়।
আরও পড়ুন: প্রতি মাসে আয় হবে ২০ হাজার টাকার বেশি! পোস্ট অফিসের এই স্কিমেই দূর হবে মাসিক খরচের চিন্তা
জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের অসুবিধা
জিরো ব্যাল্যান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে চেক বই দেওয়া হয় না।
এছাড়াও এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশ কিছু সীমা রয়েছে।