নিউজ শর্ট ডেস্ক: প্রতিমাসে অর্থ উপার্জনের (Earn Money) পাশাপাশি তা সঞ্চয় করা অত্যন্ত জরুরি। কিন্তু যাঁদের মাইনে (Salary) কম অর্থ সঞ্চয় করতে চান না। কিন্তু ভুলে গেলে চলবে না উপার্জন কম হোক কিংবা বেশি তার সাথে সঞ্চয়ের কোন যোগ নেই।
আর্থিক সঞ্চয়ের নিয়ম অনুযায়ী বেশি উপার্জনেও যেমন অর্থ সঞ্চয় করা যায় তেমনি কম উপার্জনেও টাকা জমানো যায়। তবে এক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে। এই নিয়মে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমাতে পারলে কোটিপতি হওয়া যায় সহজেই।
প্রসঙ্গত অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়ের উপর নজর দিতে হবে, তা হল অর্থ বিনিয়োগ করে যেন উচ্চ হারে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এবং সর্বোপরি তা যেন নেতিবাচক না হয়ে যায়। এক্ষেত্রে সকলের জন্যই এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান (SIP) একটি আদর্শ বিকল্প।
এসআইপিতে বিনিয়োগের সবচেয়ে সহজ উপায় হল প্রতি মাসে নিজের বেতনের একটি নির্দিষ্ঠ পরিমাণ অংশ বিনিয়োগ করা। মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন হিসাবে ১২ শতাংশ পাওয়া যায়।তবে এখানে বলে রাখি এই রিটার্ন কিন্তু সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। দীর্ঘ সময়ের জন্য SIP-তে টাকা বিনিয়োগ করে কোটিপতি হওয়ার-ও স্বপ্ন পূরণকরা যেতে পারে।
আরও পড়ুন: জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট কি? এই অ্যাকাউন্টের ফায়দা জানলে খুলবেন আপনিও
কেউ যদি প্রতিদিন ১০০ টাকা করেও জমাতে পারেন তাহলেও কয়েক বছরে কোটিপতি হতে পারবেন তিনিও।প্রসঙ্গত কেউ যদি প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলে প্রতি মাসে তিনি ৩,০০০ টাকা করে জমাতে পারবেন। আর এই পরিমাণ টাকা যদি একটানা ৩০ বছর ধরে SIP-তে বিনিয়োগ করা যায় তাহলে এসআইপি ক্যালকুলেটর অনুসারে, তিনি ৩০ বছরে মাত্র ১০,৮০,০০০ টাকা বিনিয়োগ করবেন, যেখানে ১২ শতাংশে মোট ৯৫,০৯,৭৪১ টাকা রিটার্ন পাওয়া যাবে।
আর এইভাবে ৩০ বছর পর মোট ১,০৫,৮৯,৭৪১ টাকার মালিক হওয়া যাবে। এইভাবে প্রতি মাসে ১৫ হাজার টাকা আয় করেও ৩০০০ টাকা সাশ্রয় করে কোটিপতি হওয়া সম্ভব। আর্থিক নিয়ম অনুসারে মোট আয়ের ২০ শতাংশ সঞ্চয় করা উচিত। এবং তা কোনও স্কিমে বিনিয়োগ করা উচিত।