নিউজ শর্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালগুলোর (Bengali Serial) রেজাল্ট বেরোনোর দিন। সারা সপ্তাহজুড়ে ধারাবাহিক গুলিতে যে সমস্ত পর্ব দেখানো হয় তার ওপর নির্ভর করেই এই সাপ্তাহিক টিআরপি (TRP) স্কোর অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) সামনে আসে। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হল না।
আর এদিন এই টিআরপি স্কোর সামনে আসতেই দেখা গেল আবার ওলট-পালট হল বেঙ্গল টপারের তালিকা। এই সপ্তাহেও জগদ্ধাত্রী-ফুলকিকে হারিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই সপ্তাহে দত্ত বাড়ির জিনিয়াস বউমা পর্ণা একেবারে ছক্কা হাঁকিয়ে ৭.৯ স্কোর নিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে।
পর্ণার পরেই এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। এই দুই সিরিয়ালের মাঝে নম্বরের ব্যবধান ৩। এই সপ্তাহে রায়চৌধুরী পরিবারের ফুলকির ঝুলিতে উঠেছে ৭.৬ স্কোর। আর এই সপ্তাহেও প্রথম স্থান অধরা থেকে গেল পর্দার জ্যাস সান্যালের। এই সপ্তাহেও ফুলকির ঠিক পরেই তৃতীয় স্থানে নেমে এসেছে জি বাংলার জগদ্ধাত্রী। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।
তবে এই সপ্তাহে প্রথম তিনে তো বটেই চতুর্থ স্থানেও রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। যদিও লাগাতার বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার এই চতুর্থ স্থানে নাম ছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি। তবে এই সপ্তাহে গীতার হাতছাড়া হল এই চতুর্থ স্থান। এই সপ্তাহে ৬.৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: ‘অ্যাকসিডেন্ট হলেই স্মৃতি হারায় কেন’? শিমুলকে পরাগ ভুলে যেতেই শুরু হাসাহাসি
তারপরেই অবশ্য ৬.৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। অন্যদিকে একঘেয়ে বিরক্তিকর গল্প দেখিয়ে এই সপ্তাহে আবার নম্বর কমেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার। এই সপ্তাহে অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৫.৮। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
প্রথম – নিম ফুলের মধু ৭.৯
দ্বিতীয় – ফুলকি ৭.৬
তৃতীয় – জগদ্ধাত্রী ৭.৩
চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে ৬.৯
পঞ্চম – গীতা LLB ৬.৮
ষষ্ঠ – কথা ৬.৩
সপ্তম – অনুরাগের ছোঁয়া ৫.৮
অষ্টম – জল থই থই ভালোবাসা ৫.৭
নবম – অষ্টমী ৫.৪
দশম – বঁধুয়া ৫.৩