নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের প্রধান নায়ক-নায়িকা সৃজন-পর্ণার (Srijan-Parna) জুটি দারুন হিট দর্শক মহলে। পর্দায় সৃজনের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস, আর পর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)।
প্রসঙ্গত নায়ক-নায়িকা বাদেও এই ধারাবাহিকে দর্শকদের আরও একাধিক পছন্দের চরিত্র রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন এই সিরিয়ালে বয়স্ক সদস্য অখিলেশ দত্ত ওরফে সকলের প্রিয় জ্যাঠামশাই। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায় (Subrata Guha Roy)।
ধারাবাহিকে তাঁর মুখে একটাই কমন ডায়লগ শোনা যায়। তা হল ‘ধ্যাষ্টামো হচ্ছে!’ তাই দর্শকরাও তাঁর এই ডায়লগের সাথে মিলিয়ে তাঁর নাম দিয়েছেন ‘ধ্যাষ্টামো জেঠু’। দর্শকমহলে তাঁর অভিনীত চরিত্রটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে রাস্তাঘাটেও লোকজন তাঁকে এই নামেই সম্বোধন করেন।
সম্প্রতি নিজের রিয়েল লাইফ স্ত্রীকে সঙ্গে নিয়েই জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে এই ‘জ্যাঠামশাই’ চরিত্রের ডায়লগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, ‘এখানে কী হচ্ছে দাদা?’
আরও পড়ুন: বারেবারে রিজেক্ট! এত ভালো অভিনেত্রী হয়েও কেন রিজেক্ট হচ্ছেন হিয়া? মুখ খুললেন নায়িকা
উত্তরে অভিনেতা বলে ওঠেন, ‘পুরো ধ্যাষ্টামো’। এরপর রচনা জিজ্ঞেস করেন ‘রাস্তাঘাটে লোকজন দেখলে আপনাকে এখন কি বলছে। পাল্টা জবাবে অভিনেতা বলেন , ‘রাস্তায় বেড়ালেই বলে ‘ধ্যাষ্টা জ্যাঠু।’ দত্তবাড়ির সদস্যের মুখে একথা শুনে এদিন মঞ্চে উপস্থিত রচনা সহ দমফাটা হাসিতে ফেটে পড়েন বাকি সদস্যরাও।