ভারতীয় রেল,Indian Railways,শৌচাগার,Toilet,দুর্গন্ধ,Bad Smell,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Indian Railways: শৌচালয়ের দুর্গন্ধের অভিযোগ ধুয়ে মুছে সাফ! যাত্রীদের জন্য নতুন পদক্ষেপ নিল ভারতীয় রেল

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয়দের কাছে সবচেয়ে ভরসাজনক গণ পরিবহন মাধ্যম হল ভারতীয় রেল। তবে ভারতীয় রেলের (Indian Railways) একাধিক পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ আজকের নয়। হামেশাই ভারতীয় রেলের একাধিক পরিষেবা নিয়ে নানা ধরনের অভিযোগ জানিয়ে থাকেন রেল যাত্রীরা।

বিশেষ করে দূরপাল্লার ট্রেনে সফরের সময় রেল যাত্রীদের বরাবরের অভিযোগ হল ট্রেনের টয়লেট (Toilet) থেকে আসা মলমূত্রের দুর্গন্ধ (Bad Smell)। তবে ভারতীয় রেল যাত্রীদের সুবিধার জন্য সর্বদা নিবেদিত প্রাণ। তাই যাত্রীদের জানানো সমস্ত অভিযোগ যাতে খুব সহজেই ভারতীয় রেলের কাছে পৌঁছায় তার জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে রেল মদত অ্যাপ। এই  অ্যাপের মাধ্যমেই এখন ভারতীয় রেলের কাছে জমা হয়েছে একাধিক অভিযোগ। তবে এখন শুধু ট্রেনের মধ্যেই নয় প্ল্যাটফর্মেও এমন দুর্গন্ধ নিয়ে নানান অভিযোগ জমা পড়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষের কাছে।

সূত্রের খবর, সম্প্রতি রেলের কাছে এতটাই অভিযোগের পাহাড় জমেছে যে শেষ পর্যন্ত টনক নড়েছে ভারতীয় রেলের।  তাই একপ্রকার বাধ্য হয়েই এই পরিস্থিতিতে থেকে রেল যাত্রীদের মুক্তি দিতেই নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। যাত্রীদের ট্রেনের বাথরুম থেকে আসা মলমূত্রের গন্ধ থেকে মুক্তি দেওয়ার জন্য এক বিশেষ প্রযুক্তি এবং সমাধান সূত্রের খোঁজ শুরু করেছে ভারতীয় রেল।

ভারতীয় রেল,Indian Railways,শৌচাগার,Toilet,দুর্গন্ধ,Bad Smell,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জন্য রেলের তরফ থেকে ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনাও বসা হয়েছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে ভারতীয় রেলের তরফ থেকে নতুন ধরনের রাসায়নিক ব্যবহার করার-ও প্রচেষ্টা চালানো হচ্ছে।এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় রেলের একজন আধিকারিক জানিয়েছেন, রেলকে আইওটি ভিত্তিক নয়া প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঝড়ের বেগে আসছে আরও ৫০ টি অমৃত ভারত এক্সপ্রেস! থাকছে ৩ টি বিরাট চমক

এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে নাকি খুব সহজেই দুর্গন্ধ চিহ্নিত করা যাবে। এছাড়াও রেলের তরফ থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মুম্বাই ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।ভিলিসো নামের একটি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই সংস্থার তরফ থেকে দুর্গন্ধ চিহ্নিত করার জন্য যে প্রযুক্তি তৈরি করা হবে তা পরীক্ষামূলকভাবে প্রথমে কিছু কোচে ব্যবহার করা হবে।

ভারতীয় রেল,Indian Railways,শৌচাগার,Toilet,দুর্গন্ধ,Bad Smell,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পরবর্তীতে এই পরীক্ষা অন্যান্য ট্রেনের কোচগুলিতেও করা হবে।পাশাপাশি এই প্রযুক্তি চালু হলে হাউজকিপিং কর্মীদের কাজের বিচারও করা যাবে। অনুমান করা হচ্ছে এই ধরনের প্রযুক্তি চালু হলে আগামী দিনে ট্রেনের টয়লেট থেকে মলমূত্রের দুর্গন্ধের দিন শেষ হয়ে যাবে।

Avatar

anita

X