নিউজ শর্ট ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০২৪ সালের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা। মূলত নাগরিকদের জীবনযাত্রার মান, অর্থনৈতিক সক্ষমতা, স্থিতিশীলতা এবং জীবনযাত্রার ফ্লেক্সিবিলিটির সাথে তুলনা করে এই তালিকা তৈরি করেছে ইজ অফ লিভিং ইনডেক্স (Ease of living Index)৷ আর তাদের ডেটা অনুসারে এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বেঙ্গালুরু। তবে কোনো খেতাব জোটেনি কলকাতার।
বেঙ্গালুরু
চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালে ভারতের সবচেয়ে বাসযোগ্য শহরের খেতাব অর্জন করেছে এই শহর।কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামেও পরিচিত। ইজ অফ লিভিং ইনডেক্সের ডেটা অনুসারে এই শহরের সর্বোচ্চ স্কোর ৬৬.৭০ ।
পুনে
মহারাষ্ট্রের পুনে একটি সুন্দর সাজানো-গোছানো শহর। নামী দামি কলেজ থেকে শুরু করে একাধিক আইটি শিল্পের জন্য এই শহর এখন সারা দেশে বিখ্যাত। ইজ অফ লিভিং ইনডেক্সে ৬৬.২৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই শহর। বর্তমানে পর্যটনকেন্দ্র হিসেবেও বেশ বিখ্যাত এই পুনে।
আহমেদাবাদ
দেশের সবচেয়ে বাস যোগ্য এই শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গুজরাটের আহমেদাবাদ। এই তালিকায় আহমেদাবাদ শহরের স্কোর হয়েছে ৬৪.৮৭। রঙিন এবং বৈচিত্রময় সংস্কৃতিতে পরিপূর্ণ এই শহরে মন্দির, স্থাপত্য কিংবা নদী কি নেই। আহমেদাবাদের এই পর্যটনস্থল গুলিই দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম মূল আকর্ষণ।
চেন্নাই
এই তালিকায় ৬২.৬১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। উন্নত জীবনযাত্রা, সামুদ্রিক খাবার এবং সুন্দর সৈকতে ঘেরা এই শহরটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দারুন জনপ্রিয়। চেন্নাই-এর মূল আকর্ষণ এখানকার বিভিন্ন প্রাচীন মন্দিরের স্থাপত্য ভাস্কর্য্য।
আরও পড়ুন: ঝড়ের বেগে আসছে আরও ৫০ টি অমৃত ভারত এক্সপ্রেস! থাকছে ৩ টি বিরাট চমক
সুরত, গুজরাট
দেশের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় পঞ্চম স্থানে নাম রয়েছে গুজরাটের সুরত শহরের। এই তালিকায় এই শহরের প্রাপ্ত নম্বর ৬১.৭৩। উন্নত জীবনযাত্রা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই শহর বিখ্যাত।
নভি মুম্বই
এই তালিকায় মুম্বই-কেও ছাপিয়ে গিয়ে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে নভি মুম্বই। এই শহরের স্কোর ৬১.৬০। মহারাষ্ট্রের এই শহরের জীবনধারা এবং আধুনিক জীবনযাপন সবাই খুব পছন্দ করেন।
কোয়েম্বাটুর, তামিলনাড়ু
তামিলনাড়ুর কোয়েম্বাটুর ৫৯.৭২ স্কোর নিয়ে এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে। এখানকার প্রাচীন মন্দির আর সুস্বাদু খাবার সারা দেশে বিখ্যাত।
ভদোদরা, গুজরাট
এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে গুজরাটের তৃতীয় শহর ভদোদরা। এই শহরের প্রাপ্ত নম্বর ৫৯.২৪। মূলত স্থাপত্য এবং সংগীতের জন্য এই শহরটি বিখ্যাত।
ইন্দোর, মধ্যপ্রদেশ
এরপরেই ৫৯.৫৮ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। ঐতিহাসিক এই শহর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরেরও তকমা পেয়েছে।
গ্রেটার মুম্বই, মহারাষ্ট্র
এই তালিকায় মুম্বই-এর নাম না এলেও দশম নম্বরে রয়েছে জায়গা করে নিয়েছে গ্রেটার মুম্বই। তালিকায় এই শহরের স্কোর হয়েছে ৫৮.২৩।