HDFC

HDFC: সুদের ওপর বাড়তি সুদ! FD-র সুদ ছাড়াও লোভনীয় এই সুবিধা দিচ্ছে HDFC ব্যাঙ্ক 

নিউজ শর্ট ডেস্ক: এবার এইচডিএফসি ব্যাংকের (HDFC Bank) তরফ থেকে দেশের প্রবীণ নাগরিকদের জন্য এসে গেল এক দারুন খুশির খবর। দেশের প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য এবার দারুন একটি ফিক্সড ডিপোজিট প্রকল্প (Fixed Deposit Scheme) চালু করেছে এই এইচডিএফসি ব্যাঙ্ক। জানা যাচ্ছে এবার এই বেসরকারি ব্যাংকের তরফ থেকে দেশের প্রবীণ নাগরিকদের জন্য ‘সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্স ডিপোজিট’ নামের এই প্রকল্পে বিনিয়োগ করার মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ই এপ্রিল পর্যন্ত।

জানা যাচ্ছে এই প্রকল্পে ৫ কোটি টাকার কম টাকা বিনিয়োগ করে প্রতি মাসে বা প্রতি তিন মাস অন্তর সুদের টাকা হাতে পাবেন আমানতকারীরা। প্রথমে  এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার জন্য  ন্যূনতম সময় ধার্য করা হয়েছিল ১২০ মাস বা ১০ বছর।

কিন্তু এবার জানা যাচ্ছে বিনিয়োগ করার ৫ বছর ১ দিন পর থেকে সুযোগ-সুবিধা পেতে শুরু করবেন আমানতকারীরা। তবে কোন আমানতকারী যদি প্রতি মাসে সুদের টাকা তুলে নেন তাহলে তিনি তা ডিসকাউন্ট রেটে পাবেন যার পরিমাণ স্ট্যান্ডার্ড রেটের তুলনায় অনেক বেশি।

এইচডিএফসি ব্যাংক,HDFC Bank,প্রবীণ নাগরিক,Senior Citizen,ফিক্স ডিপোজিট প্রকল্প,Fixed Deposit Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যদিও জানা যাচ্ছে এইচডিএফসি ব্যাংকের এই  প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকের তরফ থেকে এই প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ১৫ই এপ্রিল নির্ধারণ করা হয়েছে। জানা যাচ্ছে এই সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে সুদের হার ধার্য করা হয়েছে ০.৫ শতাংশ।

আরও পড়ুন: এখন ১০ টাকার নোট কেন থাকে ছেঁড়া-ফাঁটা? আসল কারণ চমকে দেবে

এছাড়াও ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রকল্পের আওতায় থাকা আমানতকারীদের ০.২৫ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত আরও বেশ কিছু সুযোগ-সুবিধা চালু থাকবে এই স্কিমে। যার ফলে এই স্কিম থেকে আরও ০.৭৫ শতাংশ সুদ পেতে পারন আমানতকারীরা। জানা যাচ্ছে ষাটোর্ধ আমানতকারীরা এই প্রকল্পটিতে ন্যূনতম ৫০০০ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত  বিনিয়োগ করতে পারবেন।

এক্ষেত্রে বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এছাড়া যারা  আগে থেকে এই প্রকল্পে বিনিয়োগ করেছেন  তারাও নতুন সুযোগ সুবিধা পেতে পাবেন। নতুন করে ফিক্স ডিপোজিট রিনিউ করার সময় এই সুযোগ-সুবিধা তাদের প্রকল্পের সাথে যুক্ত হয়ে যাবে বলে জানিয়েছে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ।

HDFC

এই প্রকল্পেবিনিয়োগ করলে প্রিম্যাচিউর উইথড্রয়ালের সুযোগ সুবিধা পাওয়া যাবে। ম্যাচুরিটি হওয়ার আগেই কেউ  চাইলে ফিক্স ডিপোজিট ভেঙে  টাকা তুলে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে সুদের হার ১ শতাংশ কমে যাবে। তবে শুধু এইচডিএফসি নয় এসবিআই ব্যাংক ও তাদের উইকেয়ার সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিমের সময়সীমা বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করেছে।

Avatar

anita

X