নিউজশর্ট ডেস্কঃ যেকোনো রকমের আর্থিক সংকটের সম্মুখীন হলে বহু মানুষকে ব্যাঙ্ক থেকে লোন গ্রহণ করেন। এছাড়াও বাড়ি-গাড়ি কেনার সময় ব্যাংক থেকে লোন নেওয়া হয়। এই লোন নেওয়ার পরে নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করতে হয়। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) নির্দেশ অনুসারে ১ অক্টোবর থেকে লোনের ক্ষেত্রে বিশেষ এই নিয়ম বদলে যেতে চলেছে। যেসব গ্রাহকেরা ঋণ গ্রহণ করবেন তাদের এই নিয়ম মেনে চলতে হবে। আজকের এই প্রতিবেদনে কি কি নিয়ম নিয়ে আনা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে সেই নির্দেশিকা ব্যাংকগুলোর কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আরবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে যে ঋণগ্রহিতাকে সুদ এবং অন্যান্য খরচ সহ ঋণের সব বিস্তারিত তথ্য জানাতে হবে। নতুন এই নিয়ম সমস্ত বেসরকারি ব্যাংকগুলো তার গ্রাহকের কাছে সব তথ্য জানাতে বাধ্য থাকবে।
পার্সোনাল লোনের ক্ষেত্রে ডিজিটাল ঋণ এবং স্বল্পপরিমাণে ঋণের ক্ষেত্রেও এই সমস্ত তথ্য ব্যাংক গ্রাহককে জানিয়ে দেবে। মূলত সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখার জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই লোনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
এই KFS কি?
কেএফএস হলো ঋণ চুক্তির মূল তথ্য বর্ণনা করা থাকে। ইতিমধ্যে ঋণগ্রহীতাদের সমস্ত তথ্য বিস্তারিতভাবে বর্ণনা করা থাকে। এর পাশাপাশি ঋণের থেকে সুদ সহ অন্যান্য যাবতীয় তথ্য বিস্তারিত বিবরণ থাকে। অক্টোবর মাসের শুরু থেকেই এই কেএফএস সংক্রান্ত যাবতীয় তথ্য গ্রাহককে দেওয়ার বিষয় ব্যাংকের সমস্ত নির্দেশ মানতে হবে। নতুন করে যে সমস্ত গ্রাহকেরা ঋণ গ্রহণ করতে চাইবেন তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম বরাদ্দ করেছে আরবিআই।
গ্রাহকদের কি কি সুবিধা হবে?
রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে লোন সংক্রান্ত সমস্ত তথ্য ও চার্জ গ্রাহকদের লিখিত আকারে জানাতে হবে। সমস্ত তথ্যগুলো জানতে পারলে স্বাভাবিকভাবেই গ্রাহকেরা উপকৃত হবেন। এছাড়াও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে কেএফএসএ উল্লেখ নেই এমন কোন চার্জ গ্রাহকদের কাছ থেকে নেওয়া যাবে না। অনেক সময় বিভিন্ন ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত কোন চার্জ গ্রহণ করেছে এরকম অভিযোগ শোনা গিয়েছে। তবে এবার রিজার্ভ ব্যাংকের এই নতুন নির্দেশ অনুসারে সমস্ত বিষয়ে স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।