Airtel

Airtel: মাত্র ৩৯ টাকার রিচার্জ প্ল্যান আনলো Airtel! এবার জমিয়ে দেখা যাবে IPL

নিউজশর্ট ডেস্কঃ এখন গোটা ভারতবর্ষ জুড়ে ক্রিকেটপ্রেমী মানুষেরা আইপিএলের জন্য আনন্দে মেতে উঠেছে। টিভিতে আইপিএল দেখার পাশাপাশি বহু মানুষ স্মার্টফোনেও আইপিএল দেখেন। সেক্ষেত্রে ভালো করে খেলা দেখার জন্য উন্নত মানের নেটওয়ার্ক সহ প্রচুর ডাটার প্রয়োজন হয়।

আর তাই ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel) বেশ কিছু নতুন ডাটা প্ল্যান সংযোজন করেছে। আর এই প্ল্যানগুলোর মাধ্যমে গ্রাহকেরা চুটিয়ে আইপিএল দেখতে পারবেন। চলুন তাহলে এই প্ল্যানগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel সম্প্রতি ৩৯ টাকার এবং ৪৯ টাকার দুটো নতুন ডেটা প্যাক এনেছে। এর পাশাপাশি গ্রাহকদের আনলিমিটেড ডাটা প্যাক গুলোর দামেও পরিবর্তন আনা হয়েছে। আইপিএল-২০২৪ উপলক্ষে এয়ারটেলের তরফ থেকে নতুন দুটো ডাটা প্যাক লঞ্চ করা হয়েছে। কারণ এক্ষেত্রে যাতে গ্রাহকেরা কোন রকমের বাধা ছাড়াই দুর্দান্ত ইন্টারনেট কানেকশন পেতে পারেন এবং লাইভ স্ট্রিমিং-এর সময় যাতে ডেটা শেষ না হয়ে যায়।

Airtel

আরও পড়ুন: Jio: বিনামূল্যে ৫০ দিন Wifi, DTH এবং OTT পরিষেবা দিচ্ছে Jio! সুযোগ হাতছাড়া করলেই বিরাট লস

এয়ারটেলের নতুন ৩৯ টাকার ডেটা প্যাকের ভ্যালিডিটি রয়েছে ১ দিন। এর সাথে গ্রাহকেরা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।  এছাড়া এয়ারটেলের ৪৯ টাকার ডেটা প্যাকের ভ্যালিডিটিও ১ দিন আছে। তবে এর সঙ্গে আনলিমিটেড ডাটা ব্যবহার করার সুযোগ মিলবে। এর পাশাপাশি বিনামূল্যে ৩০ দিনের জন্য উইঙ্ক প্রিমিয়ামের subscription-এর সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

আর এয়ারটেলে ৭৯ টাকার নতুন ডেটা প্যাকের ভ্যালিডিটি ২ দিন। এই প্ল্যানেও গ্রাহকেরা আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন।

Papiya Paul

X