নিউজশর্ট ডেস্কঃ প্রায় প্রত্যেকদিনই বাংলার তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। আগামী দিনে এই তাপপ্রবাহের পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর তাই এই গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকেই ঠান্ডা ঠান্ডা এসিতে(AC) থাকতে চাইছেন। কিন্তু সকলের পক্ষে এত টাকা দিয়ে এসি কেনা সম্ভব হচ্ছে না।
তবে এবার এসি কেনার দুশ্চিন্তা দূর হবে! গরমে রাতে ঘুমটা শান্তিতে ঘুমাতে পারবেন। তবে এজন্য কিন্তু কিনতে লাগবে না কোন এসি। শুধুমাত্র একটু দেখে শুনে একটা এসি ভাড়া করে নিতে হবে! নিশ্চয় শুনে অবাক হয়ে গেলেন। আসলে এটি অবাক হওয়ার মতোই কথা। তবে আপনি যেটি শুনেছেন সেটি একেবারেই ঠিক। এবার এসি নিয়ে আসুন ভাড়ায়। একেবারেই আপনার সাধ্যের মধ্যে এসি ভাড়া নিতে পারবেন।
এরপর গরম পড়লে সেই এসি ফেরত দিয়ে দিতে পারবেন। তাই সারা বছর এসি খরচের ঝুঁকিও সামলাতে হবে না। আসলে এককালীন অনেকগুলো টাকা দিয়ে এসি কেনা অনেকের পক্ষেই অসম্ভব। সাধারণত ফাইভ স্টার ইনভার্টার এসির দাম এখন অনেক। তবে এবার এই এসি আপনি ভাড়ায় অনেক কম দামে পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি ভাড়া বাড়িতে থেকে থাকেন তাহলে এসি ভাড়াতে নেওয়া আপনার জন্য অনেক সুবিধাজনক।
আরও পড়ুন: Ac: এসি না থাকলেও নো টেনশন! ৪২ ডিগ্রিতেও এই পদ্ধতিতে ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল!
এবার প্রশ্ন হল কত দামে পাওয়া যাবে এই ভাড়ার এসি এবং কোথায় পাওয়া যাবে? আপনি স্প্লিট এসি বা উইন্ডোজ এই সবকিছুই পেয়ে যাবেন আপনার পছন্দমত। সাধারণত লোকাল ভেন্ডার থেকে এই এসি ভাড়া পাবেন। RentoMojo, CityFurnish, FairRent এই অ্যাপ থেকে এসি কয়েক মাসের জন্য ভাড়া করতে পারবেন। এক্ষেত্রে ইলেকট্রিক বিলের প্রসঙ্গ উঠলে ফাইভ স্টার ইনভার্টার এসি বিল অনেক কম আসবে প্রায় হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে।
এবার ভাড়ার প্রসঙ্গতে আসি। RentoMojo-তে ১ টন এসির ভাড়া প্রতি মাসে ১২১৯ টাকা। আবার CityFurnish দেড় টন এসির ভাড়া প্রত্যেক মাসে ১৫৬৯ টাকা। আর FairRent এ প্রত্যেক মাসে এসির ধারা ৯১৫ টাকা থেকে শুরু। তাহলে আর এত দাম কেনার চিন্তা না করে ভাড়া করা এসি বাড়িতে নিয়ে আসুন এবং গরম থেকে শান্তি পান।