নিউজ শট ডেস্ক: আপাতত দৃষ্টিতে গাধা (Donkey) আমাদের কাছে খুবই তুচ্ছ পশু বলে মনে হলেও, আদতে গাধা কিন্তু অনেক উপকারী প্রাণী। অনেক দুর্গম জায়গায় মালপত্র বহন করে নিয়ে যাওয়ার জন্য আজও গাধা ব্যবহার করা হয়ে থাকে।
শুধু তাই নয়,জানলে অবাক হবেন বাজারে গরুর দুধের থেকেও অনেক বেশি দামি গাধার দুধ (Donkey Milk)। তাই গাধার দুধ বিক্রি করেই মাসে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। জানা যাচ্ছে গরুর দুধের থেকে নাকি ৭০ গুণ দাম বেশি গাধার দুধের। আর সম্প্রতি এই গাধা দুধের ব্যবসা করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন এক দুগ্ধ ব্যবসায়ী।
জানা যাচ্ছে আদতে গুজরাটের বাসিন্দা ঐ ব্যবসায়ীর নাম ধীরেন সোলাঙ্কি। তাঁর নিজস্ব একটি গাধার খামার আছে। যেখানে তিনি মোট ৪২ টি গাধা প্রতিপালন করছেন। আর এই গাধার দুধ বিক্রি করেই তিনি প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা উপার্জন করছেন।
এই অসাধ্য সাধন করে ওই দুগ্দ্ধ ব্যবসায়ী জানিয়েছেন, গরুর দুধের দাম ৫০ থেকে ৬৫ টাকা কেজি হলে গাধার দুধের দাম ৫০০০ থেকে ৭০০০ টাকা কেজি। তাই বোঝাই যাচ্ছে খুব অল্প পরিমাণ গাধার দুধ বিক্রি করেও প্রতি মাসেভালো টাকা উপার্জন করা যায়।
আরও পড়ুন: একসাথে শুরু করুন এই জোড়া ব্যবসা! নিশ্চিত লাভ তো আছেই, সঙ্গে মিলবে সরকারি সাহায্য
বর্তমানে তাঁর ফার্মে ৪২টি গাধা রয়েছে। তবে শুরুতে ২০টি গাধা নিয়েই এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। কিন্তু গুজরাটে গাধার দুধের কোনও চাহিদা নেই। পাঁচ মাস কার্যত খালি হাতেই বসে থাকতে হচ্ছিল তাঁকে। এরপর তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। আর তারপরেই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা।
জানা যাচ্ছে লিকুইট ছাড়াও এই গাধার দুধ শুকিয়ে,পাউডারের আকারেও বিক্রি করা হয়। এক্ষেত্রে দুধের দাম লিটার প্রতি ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তাই এই ব্যবসা করেই বর্তমানে মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন গুজরাটের ব্যবসায়ী।