Jio

Jio: এবার IPL দেখতে পারবেন আরও ভালোভাবে, নতুন প্ল্যান নিয়ে আসছে Jio, খরচ সাধ্যের মধ্যেই

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তম টেলিকম সংস্থা জিও(Jio)। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন প্ল্যান লঞ্চ করে মুকেশ আম্বানির এই সংস্থা। আর এখন যেহেতু আইপিএলের মরশুম চলছে তাই গ্রাহকরা যাতে ভালোভাবে ম্যাচ দেখতে পারেন সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তৎপর জিও।

আর এবার এই সংস্থার তরফ থেকে নতুন এড ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করা হচ্ছে। এই প্ল্যান সেই সমস্ত গ্রাহকদের জন্য থাকবে যারা বিজ্ঞাপন ছাড়া আইপিএল ম্যাচ দেখতে চান। জিও সিনেমার এই নতুন প্ল্যানগুলো আগামী ২৫ শে এপ্রিল ২০২৪-এ লঞ্চ হবে। এই প্ল্যানগুলো সম্পর্কে কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

জিও সিনেমার বেসিক প্ল্যান ৯৯ টাকায় পাওয়া যায় আর বার্ষিক প্ল্যান ৯৯৯ টাকায় পাওয়া যায়। এই প্ল্যানগুলোতে গ্রাহকেরা বেশকিছু নির্বাচিত সিনেমা এবং শো দেখার একসেস পান। এই প্ল্যানে ব্যবহারকারীরা একেবারেই চারটি ডিভাইসে এটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: IPL Special Train: ইডেনে IPL দেখে মাঝরাতে বাড়ি ফেরার চিন্তা ছাড়ুন, স্পেশ্যাল ট্রেন আনলো রেল, রইল টাইমটেবিল

নতুন যে দুটো প্ল্যান লঞ্চ হবে সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে ৯৯ টাকার যে মাসিক প্ল্যানটি রয়েছে তার সঙ্গে একটি প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করা হতে পারে। তবে গ্রাহকদের বলে রাখা ভালো যে জিও সিনেমা এখন আইপিএল ম্যাচ বিনামূল্যে দেখাচ্ছে। আগামী দিনেও এই বিনামূল্যে আইপিএল সম্প্রচার বন্ধ করছে না জিও। তাই ক্রিকেটপ্রেমীদের চিন্তা করার কোনো কারণ নেই।

Jio

এবার কিভাবে এই জিও সিনেমা অ্যাপ ব্যবহার করা যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক।

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান।
এরপর JioCinema সার্চ করে ডাউনলোড করুন।
তারপর আপনার মোবাইল নম্বর চাওয়া হবে
এর পরে, আপনার নম্বরে একটি OTT পাঠানো হবে, যার মাধ্যমে আপনাকে নম্বরটি যাচাই করতে হবে।
তারপর আপনি JioCinema অ্যাপ ব্যবহার করতে পারবেন।

Papiya Paul

X