Indian Railways

Indian Railways: একগাদা পয়সা খরচ নয়, মাত্র ২০ টাকাতেই মিলবে ভরপেট খাবার, বিরাট পদক্ষেপ রেলের

নিউজশর্ট ডেস্কঃ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবৃত্তের মানুষ সকলের জন্য গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হিসেবে পরিচিত ভারতীয় রেল(Indian Railways)। আর তাই রেলযাত্রীদের সুবিধার জন্য নানা রকমের পরিষেবা নিয়ে আসে রেল কর্তৃপক্ষ। আর এবার এই অসহ্যকর গরমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ন্যূনতম মূল্যে যাত্রীদেরকে খাবার দেবে ভারতীয় রেল।

শুধু খাবার নয়, এর সাথে অল্প দামে প্যাকেটজাত ও পানীয় জল দেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর-পূর্ব রেলওয়ে। সূত্র মারফত জানা গিয়েছে যে উত্তর-পূর্ব রেল তাদের নিজেদের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনে এবং দূরপাল্লার ট্রেনগুলোতে এই খাবারও পানীয় জল সরবরাহ করবে।

উত্তর-পূর্ব রেলের অধীনে আটটি স্টেশনে রয়েছে এই খাবারের কাউন্টার। তবে এই নতুন পরিষেবার মাধ্যমে এবার থেকে গুয়াহাটি, কামাক্ষা, নিউ কোচবিহার, কাটিহার, নিউ তিনসুকিয়া, নিউ আলিপুরদুয়ার, রাঙিয়া, নাহরলগুণ এই ৯ টি জায়গায় সামার স্পেশাল ট্রেনগুলোতে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে।

iIndian Railways

আরও পড়ুন: Technology: এক ধাক্কায় তাপমাত্রা কমবে ১২ ডিগ্রি! রিমোর্ট কন্ট্রোল এই স্মার্ট ফ্যানের সামনে নস্যি এসি-কুলার

সূত্রের খবর থেকে এটাও জানা গিয়েছে যে জেনারেল ক্লাস ও স্লিপার ক্লাসের কোচের সামনে এই পানীয় জলের বোতল সাজানো থাকবে। যাত্রীরা তাদের প্রয়োজনমতো জলের বোতল নিয়ে নিতে পারবেন। এর পাশাপাশি দূরপাল্লার ট্রেনে কোচের মধ্যেই এই পরিষেবা থাকবে। এই পরিষেবায় ২০ টাকা মূল্যে খাবার এবং ২০০-এমএল জলের গ্লাস সহ যদি স্ন্যাক্স নেওয়া হয় তাহলে ৫০ টাকা লাগবে।

Indian Railways

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত বছরেও ভারতীয় রেলের তরফ থেকে একই পরিষেবা চালু করা হয়েছিল। সেই পরিষেবাতেও ভালো সাড়া মিলেছিল। আর তাই এবারও সেই পরিষেবা নিয়ে আসা হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় ১০০ টিরও বেশি স্টেশনে প্রায় ১৫০ টি এই কাউন্টার চালু করা হয়েছে। ভবিষ্যতে এই কাউন্টার সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

Papiya Paul

X