Krishak Bandhu

Krishak Bandhu: কৃষক বন্ধুর টাকা ঢুকবে কবে? চিন্তা ছেড়ে এইভাবে স্ট্যাটাস চেক করুন

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প(Krishak Bandhu Prakalpa)। এটি কৃষকদের আর্থিক সুবিধা প্রদান করার জন্য চালু করা হয়। বাংলার কৃষকদের এই প্রকল্পের অধীনে ৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। চলতি বছরে এই কৃষক বন্ধু টাকা কবে একাউন্টে ঢুকবে? এই চিন্তা সকলের মধ্যেই রয়েছে। আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে তথ্য আপনাদের সামনে শেয়ার করবো।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা:
১) এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪০০০ টাকা কৃষক বন্ধুদের দেওয়া হবে।
২) জমি এক একরের কম হলে দুই কিস্তিতে এই ১০ হাজার টাকা বা চার হাজার টাকা পাবে।
৩) পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ এই প্রকল্পে কৃষকদের চাষের জন্য বিনামূল্যে বীজ দেবে।
৪) প্রত্যেক বছর খারিফ এবং রবি ঋতু জুড়ে এই দুই কিস্তিতে অর্থ প্রদান করা হয়।

এর আগে এই কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকেছিল?

খুব শীঘ্রই এই কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন। লোকসভা নির্বাচনের ভোটের আগে এই টাকা রিলিজ করে দেওয়া হবে বলে শোনা গিয়েছে। ২০২৩ সালে মে মাসের ২ তারিখে এই কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বরের ১৩ তারিখে।

আরও পড়ুন: Crorepati Plan: মাত্র ৫ হাজার কামিয়েও হতে পারেন কোটিপতি! শুধু এই সিক্রেটটা জেনে কাজে লাগাতে হবে

৬মাস পর টাকা দেওয়ার কথা। খরিফ শস্যের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবিশস্যের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এবার এই হিসেব যদি মিলিয়ে দেখা যায় তাহলে ডিসেম্বর ও মে মাসে টাকা ঢুকতে পারে। প্রথম কিস্তির টাকা মে মাসের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা আছে। যদিও এই প্রসঙ্গে সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি।

এই কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
১) স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এই https://krishakbandhu.net/farmer_search লিঙ্কে ক্লিক করতে হবে।
২) এরপর ভোটার অপশন সিলেক্ট করতে হবে।
৩) ভোটার আইডি নম্বর লিখতে হবে।
৪) সার্চ বাটনে ক্লিক করতে হবে।
৫) এরপরেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে সেটা স্ক্রিনে দেখা যাবে।

Papiya Paul

X