নিউজশর্ট ডেস্কঃ নিজের কষ্টের উপার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে তার থেকে মোটা টাকা রিটার্নের আশায় বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করা হয়। যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে বহু মানুষ শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের পরিবর্তে ব্যাংক এবং পোস্ট অফিসে অর্থ জমা করে রাখেন।
বিশেষ করে প্রবীণ নাগরিকদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হল ফিক্সড ডিপোজিট(Fixed Deposit)। প্রত্যেক ব্যাংক এবং পোস্ট অফিসের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার সাধারণ নাগরিকদের তুলনায় অনেকটাই বেশি থাকে। দেশের অন্যতম জনপ্রিয় প্রাইভেট ব্যাংক এইচডিএফসি ব্যাংকের(HDFC Bank) ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য রয়েছে।
এইচডিএফসি ব্যাংকের সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিম হল একটি জনপ্রিয় প্রকল্প। আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই প্রকল্পের মেয়াদ ২ রা মে ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। এই প্রকল্পে ব্যাংকের তরফ থেকে ৭.৭৫ শতাংশ সুদ প্রবীণ নাগরিকদের জন্য ধার্য করা হয়েছে। অন্যান্য ফিক্সড ডিপোজিট গুলোর তুলনায় এই ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকেরা প্রায় ০.৫০ শতাংশ সুদ বেশি পাচ্ছেন।
আরও পড়ুন: LIC: LIC-র এই স্কিম শুধু গরিবদের জন্যই! ১ বছরেই টাকা হবে ডবল! না জানলেই বিরাট লস
এছাড়াও ব্যাংকের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পটিতে অর্থ বিনিয়োগের সর্বোচ্চ সীমা পাঁচ কোটি টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এই প্রকল্পে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পে বিনিয়োগকারীরা তিন মাস অন্তর বা প্রত্যেক মাসে সুদের টাকা তুলতে পারবেন। এই প্রকল্পে কোনো রকমের কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে না।
এছাড়া এই প্রকল্পে ১০ হাজার টাকার উর্ধ্বে যারা সুদ পাবেন তাদের টিডিএস কাটা হবে। তবে মেয়াদ সম্পূর্ণ হবার পর ইনকাম ট্যাক্স ফাইল জমা করে এই অর্থ ফেরত পাওয়া যেতে পারে। ধরুন ,এই প্রকল্পে কোন ব্যক্তি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এরপর ৫ বছর ১ দিন পর ৭.৭৫ শতাংশ হারে তিনি সুদ হিসেবে পাবেন ১,৮৪,৩৪৬ টাকা। অর্থাৎ মেয়াদপূর্তির পর তিনি মোট রিটার্ন পাবেন ৬,৮৪,৩৪৬ টাকা।