Mukesh Ambani

Mukesh Ambani: মার্কেট শেষ SAMSUNG, LG-র! এবার জলের দরে টিভি, ফ্রিজ বিক্রি করবেন মুকেশ আম্বানি

নিউজশর্ট ডেস্কঃ আমাদের দেশে বৈদ্যুতিক সরঞ্জাম কেনার কথা আসলে সবার প্রথমে স্যামসাং, এলজি, হায়ার, ওয়ার্লপুল, এই বিদেশি কোম্পানিগুলোর কথায় প্রথম মাথায় আসে। তবে এবার এই ঘটনার পরিবর্তন ঘটতে চলেছে। আর এই পরিবর্তনের কথা শুনলে আপনারা চমকে যাবেন। এবার থেকে টিভি, ফ্রিজ, এসি ভারতে তৈরি হবে এবং এগুলো বিক্রি করবেন বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি(Mukesh Ambani)।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্টোরে এই সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম মিলবে। জানা গিয়েছে Wyzr নামক একটি ব্র্যান্ডকে জনপ্রিয় করতে চাইছেন মুকেশ আম্বানি। বর্তমানে আমাদের দেশে সমস্ত ইলেকট্রিক সরঞ্জামের বাজার দখল রয়েছে প্রায় ১.১ লক্ষ কোটি টাকা। আর এই বাজারের বেশিরভাগটাই দখল করে রেখেছে স্যামসাং, এলজি, হায়ার, ওয়ার্লপুল এই কোম্পানিগুলো। এর পাশাপাশি টাটা গ্রুপের ভোলটাস এসির রমরমা বাজারে রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে নতুন এই ব্যবসাতে এন্ট্রি নেওয়ার জন্য মুকেশ আম্বানি দুটো দেশীয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেমন ডিক্সন টেকনোলজিস এবং মির্ক ইলেকট্রনিক্সের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছে। মির্কের একটি জনপ্রিয় ব্র্যান্ড হল ওনিডা। আগে এই ব্র্যান্ডের প্রচুর জনপ্রিয়তা ছিল। আবার যদি এই ব্র্যান্ডের মার্কেট শেয়ারের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে টিভি, ফ্রিজ তৈরির নিজস্ব কারখানা তৈরি করতে পারে এই কোম্পানি। যার ফলে অন্যান্য কোম্পানিগুলোর আধিপত্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: RBI: দেশজুড়ে আসছে আরও একঝাঁক নতুন ব্যাঙ্ক, চমকে দেবে RBI-র এই পরিকল্পনা

এছাড়াও দেশীয় কোম্পানির জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই রিলায়েন্স রিটেল Wyzr-এর এয়ার কুলার বিক্রি শুরু করেছে। আগামী দিনে হয়তো এই কোম্পানি টিভি, ওয়াশিং মেশিন, এলইডি বাল্ব সমস্ত কিছুই তৈরি করতে পারে। এই কোম্পানির যাতে বিভিন্ন ধরনের পণ্য ভারতের মার্কেটে তৈরি করতে পারে। তাই জন্য বড় আকারের কারখানা তৈরি করার চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে এই কোম্পানি।

Mukesh Ambani:

গত ২২ এপ্রিল অর্থাৎ সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে রিলায়েন্স রিটেলের চিফ ফাইনান্সিয়াল অফিসার দীনেশ তালুজা Wyzr ব্র্যান্ডের সামগ্রীগুলোকে স্টোর থেকে বিক্রির কথা ঘোষণা করেছেন। যদিও এখানে আম্বানিদের সংস্থা নিজেদের ব্যবসায়ীর দিকটা এখনো প্রকাশ্যে আনেনি। এই কোম্পানির শুধুমাত্র রিলায়েন্স স্টোরের মাধ্যমে পণ্য বিক্রি করবে। এমনটা নয় এর পাশাপাশি আমাজন, ফ্লিপকার্ট-এর মত ই-কমার্স সাইটগুলোতেও বিক্রির পরিকল্পনা চলছে। এই Wyzr কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে অন্যান্য বিদেশী কোম্পানিগুলোর থেকে তাদের পণ্যগুলো অনেক সস্তা এবং আগামী দিনের তাদের পণ্য অনেক বেশি জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

Avatar

Papiya Paul

X