RBI

anita

RBI: দেশজুড়ে আসছে আরও একঝাঁক নতুন ব্যাঙ্ক, চমকে দেবে RBI-র এই পরিকল্পনা

নিউজ শর্ট ডেস্ক: আগামী দিনের দেশ জুড়ে ব্যাংকিং পরিষেবায় (Banking Service) আসতে চলেছে বিরাট ঝড়। সম্প্রতি সারা দেশে ব্যাংকের সংখ্যা বাড়ানোর জন্য আরও  কিছু নতুন ব্যাংক আনার পরিকল্পনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank)।

   

তার জন্য দেশের সমস্ত স্মল ফিনান্স ব্যাংক (Small Finance Bank) গুলিকে বড় সংগঠিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছে আরবিআই। যার জন্য, ইতিমোধ্যেই গত সপ্তাহের শুক্রবার এই বিষয়ে আবেদনও পাঠিয়েছে আর বি আই (RBI)।

সূত্রের খবর সবকিছু ঠিক থাকলে অর্থাৎ কোন সমস্যা না থাকলে সমস্ত স্মল ফিনান্স ব্যাংকগুলিকেই সার্বজনীন ব্যাংকের মর্যাদা দেওয়া হবে। আমাদের দেশের এমনই বেশ কয়েকটি স্মল ফিনান্স ব্যাংকগুলির তালিকায় রয়েছে, AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank ইত্যাদি।

স্মল ফিন্যান্স ব্যাঙ্ক,Small Finance Bank,আরবিআই,RBI,নতুন ব্যাঙ্ক,New Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে স্মল ফিনান্স বেঙ্গলি কে, প্রসঙ্গত ২০১৪ সালের রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে সমস্ত স্মল ফিনান্স বেঙ্গলি কে কাজ শুরু করার প্রথম অনুমোদন দেওয়া হয়েছিল। আরবিআইয়ের মতে, নিয়মিত বা সর্বজনীন ব্যাঙ্কের মর্যাদা পেতে হলে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে কয়েকটি শর্ত মানতে হবে।

আরও পড়ুন: এক বিমাতেই কেল্লাফতে! স্বাস্থ্য থেকে সম্পত্তি একসাথেই মিলবে সব কভার, খরচ কত জানেন?

যার মধ্যে অন্যতম হল এই ব্যাংকগুলির  বাজারমূল্য হতে হবে ১০০০ কোটি টাকা। শুধু তাই নয়, এই হিসেব ধরা হবে শেষ ত্রৈমাসিকের পরিসংখ্যান ধরে। তাছাড়া সেই ব্যাঙ্কের শেয়ারও ভারতের বাজারে তালিকাভুক্ত হতে হবে। শুধু তাই নয়, আগের দুই বছর ওই সমস্ত ব্যাঙ্কগুলিকে ভালো টাকা মুনাফা লাভ করতে হবে। এক্ষেত্রে গ্রস এনপিএ হতে হবে ৩ শতাংশের কম, এছাড়া নেট এনপিএ গত ২ অর্থবর্ষে ১ শতাংশের কম হতে হবে। শুধু তাই নয়  ৫ বছরে একটা  ভাল মানের ট্র্যাক রেকর্ড থাকতে হবে।

স্মল ফিন্যান্স ব্যাঙ্ক,Small Finance Bank,আরবিআই,RBI,নতুন ব্যাঙ্ক,New Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত ২০১৯ সালে একটি নির্দেশিকায়  রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির যিনি প্রতিষ্ঠাতা থাকবেন, সর্বজনীন ব্যাঙ্ক হওয়ার পরেও তাকেই প্রতিষ্ঠাতাথাকতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠাতা  বা সিইও বদলে যাওয়ার অনুমোদন দেয় না আরবিআই। তাইএই সমস্ত  বিষয় পর্যবেক্ষণ করার পরেই স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে সর্বজনীন ব্যাঙ্কের মর্যাদা দেওয়া যেতে পারে বলে জানিয়েছে RBI।

উল্লেখ্য ইতিপূর্বে একইভাবে সার্বজনীন ব্যাংকার মর্যাদা পেয়েছে বন্ধন ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। ২০১৫ সালে শেষবারের মত এই ব্যাঙ্ক দুটিকে একটি স্বয়ংসম্পূর্ণ সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।