নিউজ শর্ট ডেস্ক: লটারি টিকিট (Lottery Ticket) কেটেই কেউ লাখপতি হয়েছেন তো কেউ হয়েছেন কোটিপতি। বেশিরভাগ ক্ষেত্রেই লটারি টিকিট কাটলে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকায় পাওয়া যায়। কিন্তু জানলে অবাক হবেন লটারি টিকিট কাটার পর, বিজয়ী হলেই কিন্তু তাদের হাতে পুরস্কারের পুরো টাকা তুলে দেওয়া হয় না। এক্ষেত্রে আয়কর নিয়ম (Income Tax Rule) অনুযায়ী কিছু পরিমাণ টাকা কেটে নেয়া হয় সরকার থেকে।
কখনও ভেবে দেখেছেন লটারিতে কেউ এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কাটার পর তার হাতে কত টাকা আসে? প্রসঙ্গত ১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হওয়ার পর লটারি টিকিটে টাকা জিতলেও সেই টাকার ওপরে কর দিতে হয় সরকারকে। আর সেই ট্যাক্সের পরিমাণ নেহাত কম নয়।
জানা যায় ১৯৬১-র ১৯৪ বি ধারা অনুযায়ী বিজয়ীকে লটারির টিকিটের পুরস্কার মূল্য দেওয়ার আগে টিডিএস কেটে নেওয়া হয়। ১০ হাজার টাকার বেশি পুরস্কারের উপর ৩০% টিডিএস কাটা হয়। এ ছাড়া অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস চার্জ গিয়ে দাঁড়ায় ৩১.২%। লটারি টিকিট জেতার পর সরকারকে এই কর দেওয়া বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে অনেকে কনসালট্যান্ট-এর সাহায্য নিয়ে থাকেন।
প্রসঙ্গত কিছুদিন আগেও এক লরিচালক ব্যক্তি ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন। মাত্র ৪৯ টাকায় দল সাজিয়ে এই বিপুল টাকার পুরস্কার জিতেছিলেন তিনি। তাছাড়া হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসে রাজমিস্ত্রি, গৃহবধূ কিম্বা কোন কৃষকের লটারি জেতার খবর।
আরও পড়ুন: আপনারও হবে নিজের বাড়ি! এত কম বেতনেও হোম লোন দিচ্ছে Yes Bank, সুযোগ হাতছাড়া করলেই লস
তবে লটারি জেতার পর আয়কর নিয়মে তার থেকে ট্যাক্স কাটার পর একজন ভারতীয় নাগরিক যদি ১ কোটি টাকার পুরস্কার পান তাহলে টিডিএস সহ অন্যান্য কর কাটার পর তার হাতে আসবে ৫৮ থেকে ৬০ লক্ষ টাকা।তাই বোঝাই যাচ্ছে এক্ষেত্রে বিরাট লাভ হয়ে থাকে সরকারি কোষাগারের। তবে যদি কোন অনাবাসী ভারতীয় লটারির টিকিট যেতেন তাহলে তাকে ৩০ শতাংশ সারচার্জ দেওয়ার পাশাপাশি ৪ শতাংশ এডুকেশনাল সেসও দিতে হয়।