নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে চাকরির পরিবর্তে ব্যবসায়-ই হয়ে উঠেছে অধিকাংশ মানুষের অত্যন্ত পছন্দের পেশা। কেউ কেউ আবার নিজের নেশাকে পেশা বানিয়েও শুরু করছেন নিজের ব্যবসা (Business)। তবে ছোট বড় যে কোনো জিনিসের ব্যবসাতেই প্রধানত বাধা হয়ে দাঁড়ায় পুঁজি।
পুঁজি কম থাকায় যে কোনো ব্যবসা শুরু করার আগে চিন্তায় থাকেন কমবেশি সকলেই। তবে আজ আপনাদের জানাবো এমনই দু’দুটি কম পুঁজির ব্যবসা (Low Budget Business) সম্পর্কে। সবচেয়ে মজার বিষয়ব হল এই ব্যবসায় খরচ হবে মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা।
এই অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করেই আয় করা যেতে পারে বিরাট অংকের টাকা। যদিও অনেকেই মনে করেন কম পুঁজির ব্যবসা থেকে লাভের পরিমাণও কম হয়ে থাকে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এখন এমন অনেক ব্যবসাই রয়েছে যা করে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকাও আয় করা যেতে পারে।
৩০ হাজার টাকার ব্যবসা:
অনেকেই জানেন একটা সময় আমাদের দেশে চিনা জিনিসপত্রের বিরাট বাজার ছিল। বিশেষ করে চিনে তৈরি খেলনা রপ্তানি করা হতো ভারতে। কিন্তু বর্তমানে চীন থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। তাই এবার ভারতীয়রাই মাত্র ৩০ হাজার টাকা বিনিয়োগ করেই শুরু করতে পারেন খেলনার ব্যবসা। এইভাবে খেলনার ব্যবসা করে লাভও করা যায় প্রচুর টাকা। এই ব্যবসায় প্রচুর লাভ রেখে খেলনা বিক্রি করা যায়। তাই শুনতে অবাক লাগলেও এই সমস্ত খেলনা বিক্রি করেই প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়।
আরও পড়ুন: ইনভার্টার নাকি নন-ইনভার্টার AC? কোনটা কিনলে কমবে বিদ্যুতের বিল?
২০ হাজার টাকার ব্যাবসা
বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার-এর ব্যাবসা করেও মোটা টাকা আয় করা যেতে পারে। মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যাবসা শুরু করা যায়। এই ব্যবসা শুরু করার জন্য আশেপাশের এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করতে হবে। তবে তার জন্যকেউ চাইলে মিউনিসিপাল পার্টির সঙ্গেও যোগাযোগ করে বর্জ্য সংগ্রহ করে ওই সমস্ত বর্জ্য পদার্থ থেকেপুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি করা যেতে পারে। বর্তমানে ব্যবসায় প্রতিযোগী কম। আর এই ব্যবসা করেই অনেকে এখন বিরাট লাভ করছেন।