নিউজ শর্ট ডেস্ক: রেশন পরিষেবার মাধ্যমে দেশের প্রতিটি মানুষের খাদ্য সুরক্ষিত নিশ্চিত করে থাকে কেন্দ্র সরকার (Central Government)। দেশের প্রত্যেক নাগরিকের খাদ্যের অধিকারের পরিপ্রেক্ষিতেই এই প্রকল্প বছরের পর বছর ধরে চলছে।
একটা সময় এই প্রকল্পের আওতায় উপভোক্তা অনুযায়ী বিনামূল্যে অথবা সস্তায় খাদ্য সামগ্রী দেওয়া হলেও করনাকালের সময় থেকে পুরোপুরিভাবে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত ২০২০ সালে করোনা মহামারীর সময় দেশের মোট ৮০ কোটির বেশি রেশন উপভোক্তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে (Free Ration) নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর ‘গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় এই প্রকল্প চালু শুরু করা হয়, যা চালু রয়েছে এখনও।
শুধু তাই নয় জানা যাচ্ছে, আগামী পাঁচ বছর পর্যন্ত এই বিনামূল্যে রেশন পরিষেবা চালু থাকবে। অন্যদিকে এবার রেশন দোকানগুলিকে বড়সড় এক নিয়ে ঘোষণা করল কেন্দ্র সরকার। এমনিতে ইতিপূর্বে বহুবার রেশন দোকানগুলি নিয়ে নানা ধরনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন: LIC-র গ্রাহকদের জন্য বড় আপডেট! নিজের টাকা বাঁচাতে চাইলে জেনে রাখুন নতুন নির্দেশিকা
এবার ঠিক সেরকমই এটি নতুন পরিকল্পনার কথা জানা গেল। এই নতুন পরিকল্পনা অনুযায়ী আগামীদিনে রেশন দোকানগুলিকেই নিউট্রিশন হাবে (Nutrition Hub) তৈরি করা হবে। যার ফলে এবার থেকে রেশন দোকান গুলিতে শুধু চাল-গম নয়, পাশাপাশি পাওয়া যাবে দুধ ঘি ছানা সহ বিভিন্ন দুগ্ধজাতা সামগ্রী-ও (Milky Products)।
এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য পাইলট প্রজেক্ট হিসাবে বেশ কয়েকটি রাজ্যের ১৫টি করে রেশন দোকানকে নিউট্রিশন হাবে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সেই সকল রাজ্যগুলির মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং কর্ণাটক। তবে বাংলা এখনই এই পাইলট প্রোজেক্টের অংশ হচ্ছে না।