নিউজশর্ট ডেস্কঃ আজকে শুরু হয়েছে নতুন মাস। আর মে মাসের প্রথম দিন থেকেই ভারতে কমে গিয়েছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের(LPG Gas Cylinder Price) দাম। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় প্রত্যেক সিলিন্ডারের দাম ২০ টাকা কমে গিয়েছে।
তবে শুধু কলকাতা নয়, দিল্লি মুম্বাই এবং চেন্নাইতেও এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেক কমে গিয়েছে। চলুন তাহলে কোথায় কত গ্যাসের দাম হল সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বলে রাখা ভালো, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।
ইন্ডিয়ান অয়েল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ মে কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৮৫৯ টাকা। এপ্রিলে সেই দাম ছিল ১,৮৭৯ টাকা। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। মে মাসে এই দাম হয়েছে ১৭৪৫.৫ টাকা। মুম্বাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে এখন ১৬৯৮.৫ টাকা হয়েছে। আগে এই দাম ছিল ১৭১৭.৫ টাকা। অর্থাৎ মুম্বাইতেও প্রায় ১৯ টাকা দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।
আরও পড়ুন: IAS Factory: এখানের বেশিরভাগ লোক IAS-IPS, জানেন কেন এই গ্রামকে ভারতের ‘আইএএস কারখানা’ বলে?
মে মাসে ১৯ টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমে এখন চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছে ১৯১১ টাকায়। তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন করা হয়নি। মে মাসে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৮২৯ টাকা। দিল্লিতে খরচ পড়বে ৮০৩ টাকা। এই মুম্বাইয়ে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য খরচ হবে ৮০২.৫ টাকা। চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ৮১৮.৫ টাকা।