নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও রাজ্যের মানুষের সুবিধার জন্য অনেক প্রকল্প চালু করা হয়েছে। প্রায় ৭০ টিরও বেশি প্রকল্প রয়েছে। এই প্রকল্প গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষীর ভান্ডার(Lakshmi Bhander)।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রত্যেক মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে পাবেন রাজের মহিলারা। আগে এই অর্থের পরিমাণ ছিল প্রত্যেক মাসে ৫০০ টাকা এবং ১০০০ টাকা।
তবে লক্ষীর ভান্ডারের জনপ্রিয়তার পাশাপাশি এবার মমতা সরকারের তরফ থেকে আরেকটি প্রকল্পে ৫০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পটির নাম হল সমুদ্র সাথী প্রকল্প(Samudra Sathi Prakalpa)। এই প্রকল্পের আওতায় সারা বছর টাকা পাওয়া যায় না এবং এই প্রকল্পে সবাই টাকা পাওয়ার সুযোগ পাবে না।
আসলে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত টানা দুই মাসের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। আর এই মৎস্যজীবীরা বেকার হয়ে বসে থাকেন। তাই তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে দেওয়ার জন্য সমুদ্র সাথী প্রকল্পের চালু করা হয়।। যেই দুই মাস সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে সেই দুই মাস এই টাকা পাওয়া যাবে।
রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় সকল মৎস্যজীবীরা এই সুবিধা পাবেন এমন কিন্তু নয়। কেবলমাত্র তিনটি জেলার মৎস্যজীবীরা এই সুবিধা পাবেন। উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় এই সকল এলাকার মৎস্যজীবীদের জন্য এই বিশেষ প্রকল্পের চালু করেছে রাজ্য সরকার।