Darjeeling

Darjeeling: ভিড়ে ঠাসা দার্জিলিং! ফায়দা লুঠতে এক লাফে এতটা ভাড়া বাড়ালো গাড়ি চালকরা

নিউজ শর্ট ডেস্ক: সমতলে তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী হতেই এই গরমের ছুটিতে সামান্য কয়েকদিনের হলেও সবাই এখন ছুটছেন উত্তরবঙ্গে (North Bangal)। আর এই সফরে প্রায় সকলেরই পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং (Darjeeling)। তবে এখন যে হারে দার্জিলিংয়ে পর্যটকদের (Tourist) আনাগোনা বাড়ছে তাতে ট্রেনের টিকিট পাওয়া সত্যিই দুষ্কর হয়ে পড়েছে।

কিন্তু ট্রেনের টিকিট মিলছে না তো কি হয়েছে! এখন ধর্মতলা থেকেই বাস ধরে অনেকেই পৌঁছে যাচ্ছেন শিলিগুড়ি।  আর সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে সোজা শৈল শহর দার্জিলিং। তবে বর্তমানে দার্জিলিং পৌঁছালে  যেদিকেই চোখ যাচ্ছে শুধু কালো কালো মাথা।

ঘুরতে গিয়েও শান্তি নেই! আবেগের দার্জিলিং- এ এখন  তিল ধরণের জায়গা নেই। দার্জিলিংয়ে এখন হালকা শীত। তার মধ্যেই দার্জিলিং ম্যালে জোর কদমে চলছে সোয়েটার-টুপির দরদাম। পর্যটকদের ভিড়ে দার্জিলি বাড়ছে যানজট। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দার্জিলিং-এর হোটেল আর গাড়ির ভাড়াও।

 

ভ্রমণ,Travel,দার্জিলিং,Darjeeling,গাড়ি ভাড়া,Car Rent,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিশেষ করে এখন দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে একটা ছবি খুবই কমন।  এনজিপি,বাগডোগরা কিংবা শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং গামী যে কোনো গাড়িতে উঠতে গেলেই ভাড়া শুনে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় সকলেরই। আসলে এখন সুযোগ বুঝে গাড়ি ভাড়া (Car Rent) একলাফে বাড়ানো হয়েছে  ৫০০ থেকে ১০০০ টাকা।

আরও পড়ুন: গরমের ছুটিতেই বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! রেলের সিদ্ধান্তে চরম ভোগান্তি যাত্রীদের

এই পরিস্থিতিতে পর্যটকরাও এপ্রকার বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়েই পৌঁছে যাচ্ছেন দার্জিলিং। তাই এই পরিস্থিতিতে ইতিমধ্যেই পর্যটন সংস্থা গুলোর তরফেও আগে থেকে হোটেল বুক করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভ্রমণ,Travel,দার্জিলিং,Darjeeling,গাড়ি ভাড়া,Car Rent,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই এই গরমের হাত থেকে নিস্তার পেতে যারা দার্জিলিং কিংবা আশেপাশের অফবিট জায়গায় ঘুরতে যেতে চাইছেন তাদের আগে থেকেই হোটেল কিংবা হোমস্টে বুক  করে যাওয়াই ভালো। তা নাহলে ঘুরতে গিয়ে অকারণ হয়রানির শিকার হতে হবে।

Avatar

anita

X