নিউজ শর্ট ডেস্ক: জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। ছোটবেলা থেকে একথা কমবেশি শুনেছি আমরা সকলেই। পূর্ব নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার ২মে প্রকাশ্যে এসেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
জানা গেল গত বছরের তুলনায় এবছর বেড়েছে পাশের হার। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় শিশু শিল্পী তথা অভিনেত্রী সুস্মিলি আচার্য (Susmili Acharjya)।
কিছুদিন আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শেষ হয়েছে তাঁর অভিনীত সুপারহিট বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই ধারাবাহিকে তিনি রামপ্রসাদের স্ত্রী সর্বানীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
সিরিয়ালের টানা ১২-১৪ ঘন্টা শুটিং এর পাশাপাশিই সামলে ছিলেন মাধ্যমিকের পড়াশোনা। টানা এত ঘন্টা ধরে শুটিংয়ের চাপ সামলে অনেক কষ্ট করেই পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন তিনি। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। পরীক্ষার কিছুদিন আগে পড়াশুনোর জন্যই শুটিং বন্ধ রেখে অভিনয় থেকে বিরতি-ও নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: শেষ হচ্ছে Didi No 1! জি বাংলায় নতুন রান্নার শো নিয়ে আসছেন গৌরব-ঋদ্ধিমা
তবে মাধ্যমিকের রেজাল্ট বেরোতেই মন খারাপ হয়ে গিয়েছে সুস্মিলির। কারণ পরীক্ষার রেজাল্টে খুশি নন তিনি। আসলে গরফার আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সুস্মিলি আশা করেছিলেন পরীক্ষায় তিনি ৬০% নম্বর পাবেন। কিন্তু পেয়েছেন ৫০% নম্বর।
এপ্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রীর মা জানিয়েছেন, ‘৬০ শতাংশ নম্বর আশা করেছিলেন মেয়ে। তাই মন খারাপ সুস্মিলির। প্রতিদিন ও যে ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশুনোটা চালিয়েছে এটাই এটাই বড় পাওয়া।’