নিউজ শর্ট ডেস্ক: ভারতের টেলিকম সংস্থার বাজারে এই মুহূর্তে রাজ করছে অন্যতম দুটি জয়েন্ট কোম্পানি জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)। উভয় সংস্থার পক্ষ থেকেই গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে আসা হয়ে থাকে।
তবে এই যে টেলিকম সংস্থার তরফে গ্রাহকদের জন্য নিত্য নতুন সুযোগ সুবিধা দেওয়া হলেও এই মুহূর্তে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের দিক দিয়ে জিও এবং এয়ারটেলকেও টেক্কা দিচ্ছে ভারতের অন্যতম সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। তুলনা করলে বোঝা যাবে জিও এবং এয়ারটেলে তুলনায় বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানের দাম অনেক কম।
তাই এক বছরের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের দামের দিক দিয়ে বিচার করলে দেখা যাবে বিএসএনএল এর মতো সস্তায় রিচার্জ প্ল্যান আর কোন সংস্থা দিতে পারবে না। তাই এই মুহূর্তে সবচেয়ে সস্তায় দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান এনে অন্যান্য টেলিকম সংস্থার ঘুম উড়িয়ে দিয়েছে বিএসএনএল।
জিও’র সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান:
এই মুহূর্তে জিওর সবচেয়ে সস্তার দীর্ঘমেয়াদি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানে মোট ৩৩৬ দিনের ভ্যালিডিটিতে ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। যার দাম ২,৫৪৫ টাকা। সেই সাথে এই রিচার্জ প্ল্যানে পাওয়া যায় আনলিমিটেড কল সহ প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা।
আরও পড়ুন: ৫৬ টাকা কম খরচ করেও রোজ ২ জিবি ডেটা সঙ্গে মিলবে আনলিমিটেড কলিং, রিচার্জ করুন Jio-র অফার
এয়ারটেলের সস্তার দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান:
এয়ারটেলের সবচেয়ে সস্তার দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানে প্রতিদিন মোট ২ জিবি ডেটা পাওয়া যায়। যার ভ্যালিডিটি থাকে ৩৬৫ দিন। এই রিচার্জ প্ল্যানের জন্য খরচ করতে হবে ২৯৯৯ টাকা। এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কল সহ ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়।
বিএসএনএলের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান:
অন্যদিকে বিএসএনএলের যে সমস্ত রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে সবচেয়ে সস্তার দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানটি হলো ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে মোট ৩৬৫ দিনের জন্য ১.৬৪ জিবি করে ডাটা পান গ্রাহকরা। এছাড়াও থাকছে মোট ৬০০ জিবি ডেটা। এই প্ল্যানে প্রতিদিন ভারতের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি ১০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যায়। সুতরাং একথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবচেয়ে কম দামে দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের দিক দিয়ে বিএসএনএল এর ধারে কাছেও নেই জিও এবং এয়ারটেল।